Advertisement
১০ সেপ্টেম্বর ২০২৪
Apache Helicopter

মার্কিন সেনাবাহিনীর ‘অ্যাটাক কপ্টার’ অ্যাপাশে আসছে ভারতের হাতে

গত বছর অগস্টে হেলিকপ্টার কেনা নিয়ে দু’দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেটা অনুযায়ী অত্যাধুনিক মানের এই হেলিকপ্টার ভারতকে বিক্রি করতে সম্মত হয়েছে আমেরিকা। মঙ্গলবারই মার্কিন প্রশাসন সূত্রে এ কথা জানানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই অ্যাপাশে কপ্টার হাতে পাবে ভারত।

অ্যাপাশে হেলিকপ্টার।

অ্যাপাশে হেলিকপ্টার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ১৫:৫৭
Share: Save:

মার্কিন সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার এ বার ভারতীয় সেনাবাহিনীর হাতে। আকাশপথে শত্রুপক্ষের উপরে হামলা চালাতে এখন থেকে বায়ুসেনার উপর নির্ভর করতে হবে না ভারতীয় সেনাবাহিনীকে। প্রয়োজনে সীমান্ত পেরিয়ে নিজেরাই আকাশপথে হামলা চালাতে পারবে শত্রুপক্ষের উপরে। সৌজন্যে অ্যাপাশে হেলিকপ্টার।

গত বছর অগস্টে হেলিকপ্টার কেনা নিয়ে দু’দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেটা অনুযায়ী অত্যাধুনিক মানের এই হেলিকপ্টার ভারতকে বিক্রি করতে সম্মত হয়েছে আমেরিকা। মঙ্গলবারই মার্কিন প্রশাসন সূত্রে এ কথা জানানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই অ্যাপাশে কপ্টার হাতে পাবে ভারত।

প্রথমে বায়ুসেনা যদিও ভারতীয় সেনার নিজস্ব হেলিকপ্টার কেনায় সমর্থন জানায়নি। পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়। অ্যাপাশে হেলিকপ্টার নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে কথা চলছে ২০১৫ সাল থেকেই। ভারতীয় সেনা ৬টি অ্যাপাশে হেলিকপ্টার কিনবে আমেরিকার থেকে। এই ৬টি হেলিকপ্টারের মূল্য প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক গত বছরের অগস্টেই এই হেলিকপ্টার কেনার ইঙ্গিত দিয়েছিল। এ বার মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে চুক্তি সংক্রান্ত বিলটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে।

আমেরিকার ‘ইঞ্জিনিয়ারিং জায়ান্ট’ লকহিড মার্টিন, ইউএস আর্মস, জেনারেল ইলেকট্রিক ও রেথিওনের সঙ্গে অ্যাপাশে হেলিকপ্টার সংক্রান্ত মূল চুক্তিটি হয়েছিল ভারতের। মার্কিন কংগ্রেসে চুক্তি সংক্রান্ত বিলটি পাশ হতে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, কংগ্রেসের কোনও সদস্য যদি এই চুক্তিতে আপত্তি না জানান তবে খুব তাড়াতাড়িই প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশের সেনাবাহিনী।

আরও খবর: বেপরোয়া গতিতেই সব শেষ, উত্তরপ্রদেশে বাস উল্টে মৃত অন্তত ১৭

কাশ্মীরে ৪ বিএসএফ জওয়ানকে গুলি করে মারল পাকিস্তান

প্রথমে বোয়িং ও টাটা দু’টি সংস্থা একসঙ্গেই হেলফায়ার এবং স্ট্রিংগার ক্ষেপণাস্ত্রে সজ্জিত অত্যাধুনিক মানের এএইচ৬৪ই অ্যপাশে হেলিকপ্টারের কাঠামো তৈরি শুরু করেছিল। কিন্তু মঙ্গলবার মার্কিন প্রশাসনের তরফে বিবৃতির পর মনে করা হচ্ছে বিল পাশ হলেই সরাসরি কপ্টারগুলি চলে আসার কথা দেশের সেনাবাহিনীর হাতে।

এএইচ৬৪ই অ্যাপাশে গ্রুপের মধ্যে সর্বাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার। এটি চার ব্লেডের অ্যাটাকিং কপ্টার। লক্ষ্যে সরাসরি আঘাত হানতে এই হেলিকপ্টারে রয়েছে নোজ-মাউন্টে়ড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম। এ ছাড়া রয়েছে ৩০এমএম এম ২৩০ চেন গান। এটির গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহায়ক সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই এএইচ৬৪ই কপ্টারগুলি। কংগ্রেসে বিল পাশ হলে এ বার আপৎকালীন অবস্থায় আকাশপথে হামলার জন্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apache Helicopter India USA Defence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE