Advertisement
০২ মে ২০২৪
Parshottam Rupala

খেতের নাড়া থেকে পশুখাদ্য, প্রস্তাব মন্ত্রীর

ফি বছর দূষণের চাদরে ঢাকা পড়ে দিল্লি। কালো ধোঁয়ার ওই আস্তরণের পিছনে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের ক্ষেতের ফসলের নাড়া বা খড় জ্বালানোকেই মূলত দায়ী করা হয়ে থাকে।

Parshottam Rupala

কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ০৭:২৬
Share: Save:

ফি বছর দিল্লি দূষণের একটি বড় কারণ হল খেতের নাড়া বা খড় পুড়িয়ে ফেলার
ঘটনা। ফসল উঠে যাওয়ার পরে যে খড় পড়ে থাকে তা জ্বালিয়ে দেওয়ার পরিবর্তে পশুখাদ্যে পরিণত করা সম্ভব কি না তা খতিয়ে দেখতে অনুরোধ করলেন কেন্দ্রীয়
মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা।

ফি বছর দূষণের চাদরে ঢাকা পড়ে দিল্লি। কালো ধোঁয়ার ওই আস্তরণের পিছনে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের ক্ষেতের ফসলের নাড়া বা খড় জ্বালানোকেই মূলত দায়ী করা হয়ে থাকে।

পরিস্থিতি শুধরোতে একাধিক উদ্যোগ নেওয়া হলেও, দূষণচিত্রের বিশেষ কোনও রকমফের হয়নি। এই আবহে আজ ৬৪তম কমপাউন্ড লাইভস্টক ফিড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন (সিএলএফএমএ)-এর বৈঠকে অংশগ্রহণকারীদের উদ্দেশে রূপালা ওই খড় পশুখাদ্যে রূপান্তরিত করার কোনও উপায় রয়েছে কি না তা নিয়ে ভাবার পরামর্শ দেন। তাঁর মতে, এতে এক দিকে সস্তায় পশুখাদ্য পাওয়া যাবে। অন্য দিকে বায়ু দূষণের হাত থেকে রক্ষা পাবে দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলের বিস্তীর্ণ অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parshottam Rupala animals Air pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE