Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাইগ্রেনডিসায় চলল যাত্রী ট্রেন

৬০ দিন পর লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে যাত্রী পরিষেবা শুরু হল। মাইগ্রেনডিসায় পাহাড়ি ধসে লাইনের ক্ষতি হয়েছিল। তার জেরে দু’মাস ওই রুটে যাত্রী পরিষেবা বন্ধ ছিল।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০৩:৩৯
Share: Save:

৬০ দিন পর লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে যাত্রী পরিষেবা শুরু হল। মাইগ্রেনডিসায় পাহাড়ি ধসে লাইনের ক্ষতি হয়েছিল। তার জেরে দু’মাস ওই রুটে যাত্রী পরিষেবা বন্ধ ছিল। মাইগ্রেনডিসার নতুন ভাবে ৩০০ মিটার লাইন বসানোর পর, ৭ জুলাই থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেল সেখান দিয়ে পরীক্ষামূলক ভাবে মালগাড়ি চালানো শুরু করে। গত কাল বিকেল ৩টে নাগাদ রেলকর্তারা মাইগ্রেনডিসার নতুন লাইন দিয়ে যাত্রিবাহী ট্রেন চালানোর ‘ফিটনেস সার্টিফিকেট’ দেয়। তারপরই উত্তর-পূর্ব সীমান্ত রেলের ওপেন লাইন শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার চাহাতে রাম বিভাগীয় অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। রাতেই শিলচর থেকে গুয়াহাটির মধ্যে যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়।

গত রাতে ১০টা নাগাদ লামডিং থেকে শিলচর পর্যন্ত সব স্টেশন সুপারের কাছে যাত্রিবাহী ট্রেন চালানো সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানায়, আগামী দু’দিন গুয়াহাটি-শিলচর, শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি পরীক্ষামূলক ভাবে চালানো হবে। তার পর শিয়ালদহ-শিলচর, শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা লিঙ্ক এক্সপ্রেস ও শিলচর-দিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি লিঙ্ক এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করা হবে। তবে গুয়াহাটি-শিলচরের মধ্যে আজ ও আগামী কাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেল জানিয়েছে, আগামী ২১ জুলাই থেকে ওই রুটে কাঞ্চনজঙ্ঘা লিঙ্ক এক্সপ্রেসের আসন সংরক্ষণ করা যাবে। এ দিকে আজ মাইগ্রেনডিসার নতুন ৩০০ মিটার লাইন দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে যাত্রী ট্রেন পারাপার করেছে। রেল কর্তৃপক্ষ ট্রেন-চালকদের ওই অংশে গতিবেগ নির্দিষ্ট মাত্রায় দিয়েছে। এ দিন দু’টি যাত্রী ট্রেন মাইগ্রেনডিসার ওই অংশ দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করে। এ কথা জানান নিউহাফলংয়ের স্টেশন ম্যানেজার অনিল কুমার। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এ মাসেই আগরতলা থেকে দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করা হতে পারে। শিলচর-ডিব্রুগরের মধ্যে একটি যাত্রী ট্রেন চালানোরও চিন্তাভাবনা করছেন রেল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Passenger train Landslide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE