প্রণব মুখোপাধ্যায়কে বিকল্প প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখে ২০১৯-এ বিরোধীদের জোটে ভাঙন ধরাতে চাইছে বিজেপি তথা আরএসএস। যার মূল লক্ষ্য একটাই। প্রধানমন্ত্রীর পদে রাহুল গাঁধীর উত্তরণ আটকানো।
সেই চেষ্টায় জল ঢেলে দিলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পরে আমার বাবা আর সক্রিয় রাজনীতিতে আসবেন না।’’ সঙ্ঘের অনুষ্ঠানে যোগদানের ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। তবে নাগপুরে প্রণবের উপস্থিতির চুলচেরা বিচার চলছে কংগ্রেস, বাম, ইউপিএ-শরিক তথা বিজেপি-বিরোধী শিবিরে।
বিরোধী শিবিরের অনেকেই মনে করছেন, একের পর এক উপনির্বাচনে বিজেপির হার এবং মোদী-সরকারের জনপ্রিয়তার নিম্নমুখী গ্রাফ দেখে আরএসএস-এর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, লোকসভা ভোটে মোদীর নেতৃত্বে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে। সে ক্ষেত্রে রাহুলের নেতৃত্বে বিকল্প সরকারের সম্ভাবনা উজ্জ্বল হয়। কিন্তু সরকার গড়তে কর্তৃত্ব জিইয়ে রাখতে চায় সঙ্ঘ। সেই কারণেই প্রণবকে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে সামনে রেখে, আঞ্চলিক দলগুলির সরকার গঠনে চেষ্টা করতে পারে আরএসএস।