প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প মিছিল রয়েছে পটনায়। ঠিক তার একদিন আগেই শনিবার পুলওয়ামা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিহার থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বিহারের বাঁকা জেলা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এক সিনিয়র পুলিশ অফিসার গুপ্তেশ্বর পাণ্ডে বলেন, রেহান নামে ওই ব্যক্তির সঙ্গে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে। তাঁর দাবি, পুলওয়ামা কাণ্ডের সঙ্গেও ওই ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
বাঁকার অপর এক পুলিশ অফিসার স্বপ্না টি মেশরম বলেন, শম্ভুগঞ্জ পুলিশ স্টেশন এলাকার বেলারি গ্রামে পুলওয়ামা কাণ্ডের সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।