Advertisement
E-Paper

নাম করে মায়াকে বিঁধলেন রাহুল

ভোরের আলো ফোটার আগেই বাইকে চড়ে পৌঁছে গিয়েছিলেন জমি আন্দোলন ঘিরে উত্তাল ভট্টা-পরসৌলে। উত্তরপ্রদেশের মসনদে মায়াবতী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৪

ভোরের আলো ফোটার আগেই বাইকে চড়ে পৌঁছে গিয়েছিলেন জমি আন্দোলন ঘিরে উত্তাল ভট্টা-পরসৌলে। উত্তরপ্রদেশের মসনদে মায়াবতী। কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন রাহুল।

আট বছর পেরিয়ে গিয়েছে। সেই উত্তরপ্রদেশে মায়াবতী এখন আর এক বিরোধী নেতা অখিলেশ যাদবের হাত ধরে বিজেপি-বিরোধী জোট গড়েছেন। তাতে কংগ্রেসকে জায়গা দেননি মায়া। উল্টে নিত্য দিন কংগ্রেসকে নিশানা করেই চলেছেন। এই অবস্থায় আজই প্রথম মায়াবতীর নাম করে তাঁকে ফের তুলোধনা করলেন রাহুল গাঁধী। তুলে আনলেন সেই ভট্টা পরসৌলের কথা।

এ দিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন রাহুল। দুর্নীতি নিয়ে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন নরেন্দ্র মোদীকে। মোদী কী ভাবে জমি অধিগ্রহণ বিল এনে কৃষক-আদিবাসীদের চার গুণ ক্ষতিপূরণ দেওয়া থেকে বঞ্চিত করে ১৫-২০ জন শিল্পপতির সুবিধা করে দিচ্ছেন, বলছিলেন সে কথাও। তার মধ্যেই হঠাৎ তুললেন মায়াবতীর নাম। বললেন, ‘‘দুর্নীতির কথাই যদি বলেন, তা হলে সবথেকে বড় দুর্নীতি কোথায় হয়? জমিতে। সব থেকে বড় দুর্নীতি ছিল উত্তরপ্রদেশে, যখন মায়াবতীর সরকার ছিল। ৩ হাজার একর কৃষকদের জমি কেড়ে নেওয়া হল। যখন আমি ভট্টা-পরসৌল গিয়েছি, তখন থেকে আমার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে। সকলে আমাকে রোখার চেষ্টায় নেমে গেলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়লে এমনই পরিণতি হয়!’’

রাহুলের এমন আক্রমণের পর চাঞ্চল্য শুরু হয়েছে রাজধানীর নানা মহলে। প্রশ্ন উঠেছে, তা হলে কি কংগ্রেসের সঙ্গে কোনও রকম রফার প্রস্তাব ভেস্তে দিয়েছেন বিএসপি নেত্রী? না কি বহেনজির উপরে চাপ বাড়াতেই রাহুলের এই চাল? বিএসপি চুপ। কংগ্রেস বলছে, সদ্য রাহুলের সঙ্গে কথা বলে প্রিয়ঙ্কা গাঁধী উত্তরপ্রদেশের জন্য কংগ্রেসের ২৫টি ‘মজবুত’ আসন বেছেছেন। তার মধ্যে এসপি-র ভাগে ১৫টি আসন, আর বিএসপির ভাগে ৮টি। কংগ্রেসের এক নেতা জানান, ‘‘এই ২৫টি আসনে এসপি-বিএসপির সঙ্গে সমঝোতা চায় কংগ্রেস। সেই বার্তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে।’’ আজই রাজ বব্বরকে উত্তরপ্রদেশে কংগ্রেসের নির্বাচন কমিটির প্রধান ঘোষণা করা হয়েছে। প্রচার কমিটির প্রধান গজরাজ সিংহ এবং রশিদ আলভিকে ইস্তাহার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। ওই নেতা বলেন, ‘‘জোটের ব্যাপারে অখিলেশ নমনীয় হলেও মায়াবতী এখনও অনড়। জেনেবুঝেই মায়ার বিরুদ্ধে সরব রাহুল। মায়া রফায় আসতে না চাইলে আক্রমণ আরও ধারানো হবে।’’ প্রিয়ঙ্কা ইতিমধ্যেই উত্তরপ্রদেশের পিস পার্টি, নিষাদ পার্টির মতো দলের সঙ্গে কথা শুরু করেছেন। আজ দিল্লিতেও কয়েকটি ছোট দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

Rahul Gandhi Mayawati Bhatta Parsaul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy