Advertisement
১৯ মে ২০২৪
National News

মেয়েদের ঘর মুছতে, চাকি পিষতে বলছে রাজস্থান শিক্ষা দফতর

মেয়েদের ফিট থাকার জন্য এই সবই বাধ্যতামূলক। মহিলাদের জন্য এই ‘দাওয়াই’ বাতলেছে রাজস্থান সরকারের শিক্ষা দফতরের মাসিক ম্যাগাজিন ‘শিবিরা’। রাজ্যের স্কুলশিক্ষিকাদের জন্য এই মাসিক পত্রিকাটি বের করে রাজস্থান সরকার।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১৭:৩৫
Share: Save:

একেবারে ফিট, ফুরফুরে থাকতে হলে মেয়েদের চাকি পিষতে হবে। ঝাঝরিতে জল ভরে রোজ গাছে জল দিতে হবে। ঘর ঝাঁট দিতে হবে। ভিজে ন্যাকরা দিয়ে ঘরের মেঝে মুছতে হবে। যত বেশি সম্ভব, গৃহস্থালীর কাজকর্ম করতে হবে।

মেয়েদের ফিট থাকার জন্য এই সবই বাধ্যতামূলক। মহিলাদের জন্য এই ‘দাওয়াই’ বাতলেছে রাজস্থান সরকারের শিক্ষা দফতরের মাসিক ম্যাগাজিন ‘শিবিরা’। রাজ্যের স্কুলশিক্ষিকাদের জন্য এই মাসিক পত্রিকাটি বের করে রাজস্থান সরকার। তাতে শিক্ষার বিভিন্ন বিষয়, মহান ব্যক্তিদের জীবনী নিয়ে থাকে হরেক রকমের প্রবন্ধ।

মাসিক পত্রিকাটির ৫২ পাতার নভেম্বর সংখ্যায় একটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে ১৪ পাতা জুড়ে। ‘ফিট থাকার সহজ উপায় কী কী’। তাতে মদ্যপান করতে বারণ করা হয়েছে। নামোল্লেখ করে বলা হয়েছে, কোকা কোলা ও পেপসির মতো ব্র্যান্ডের ঠান্ডা পানীয়গুলি খেলে শরীর ফিট রাখা খুব মুশকিল।

আরও পড়ুন- নিজের ছেলে ও মেয়েকে বিয়ে করলেন এই মহিলা!​

আরও পড়ুন- আলওয়ারে ফের গোরক্ষকদের তাণ্ডব, গুলি করে রেললাইনে ফেলা হল দেহ​

মহিলাদের ফিট থাকার সহজ উপায় কী কী, তা বাতলাতে গিয়ে ভোরে হাঁটা, দৌড়নো, সাইকেল চালানো, ঘোড়ায় চড়ার কথা তো বলা হয়েছেই, মেয়েদের পর্যাপ্ত পরিমাণে গৃহস্থালীর কাজকর্ম করতেও দেওয়া হয়েছে পরামর্শ।

খাওয়াদাওয়াটা কেমন করতে হবে তা বলতে গিয়ে পত্রিকাটিতে পরামর্শ দেওয়া হয়েছে, ‘‘খুব সহজপাচ্য খাবার খান। আর যা খাবেন, তা প্রসাদ মনে করে খান।’’

রাজস্থানের শিক্ষা দফতর থেকে প্রকাশিত একটি পত্রিকায় কী ভাবে ফিট থাকার জন্য মহিলাদের গৃহস্থালীর কাজকর্ম বাড়ানোর পরামর্শ দেওয়া হল, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন নারী অধিকার রক্ষা কর্মীরা।

‘পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ’-এর জাতীয় সম্পাদক কবিতা শ্রীবাস্তব বলেছেন, ‘‘এটা খুবই লজ্জার, মহিলাদের যে বেড়ি-বাঁধন থেকে মুক্ত করার জন্য উত্তরোত্তর শিক্ষার আলোকে আলোকিত করার উদ্যোগ শুরু হয়েছে, রাজস্থানের শিক্ষা দফতরের প্রকাশিত পত্রিকার ওই প্রবন্ধটি সেই অন্ধকারের দিকেই মেয়েদের ঠেলে দিতে চেয়েছে।’’

সেই অভিযোগ কিছুটা মেনেও নিয়েছেন রাজস্থানের মাধ্যমিক শিক্ষা দফতরের অধিকর্তা, ‘শিবির’-এর মুখ্য সম্পাদক নাথমল দিদেলও। তাঁর কথায়, ‘‘ফিট থাকতে বেছে বেছে শুধু মেয়েদেরই গৃহস্থালীর কাজ করার পারমর্শ দেওয়াটা মোটেই ঠিক হয়নি।’’

দিদেল অবশ্য এও বলেছেন, এটাই ভারতের সমাজব্যবস্থা। যা বহু দিন ধরেই চলে আসছে। লেখিকা তার দ্বারাই প্রবাবিত হয়েছেন। কোনও অভিসন্ধি নিয়ে ওই সব পরামর্শ দেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SHIBIR Women Fit শিবির
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE