Advertisement
২৭ মে ২০২৪

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই উঠছে এটিএমে টাকা তোলার সীমা

নোট-আকালের দমবন্ধ আবহে এ বার বেশ খানিকটা স্বস্তির বাতাস আমজনতার জন্য। কারণ, গত তিন মাসের লাগাতার নিয়ন্ত্রণে ইতি টেনে পয়লা ফেব্রুয়ারি, বুধবার থেকেই এটিএএমে টাকা তোলার দৈনিক সীমা উঠিয়ে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০৩:৪৪
Share: Save:

নোট-আকালের দমবন্ধ আবহে এ বার বেশ খানিকটা স্বস্তির বাতাস আমজনতার জন্য। কারণ, গত তিন মাসের লাগাতার নিয়ন্ত্রণে ইতি টেনে পয়লা ফেব্রুয়ারি, বুধবার থেকেই এটিএএমে টাকা তোলার দৈনিক সীমা উঠিয়ে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। যে দিন আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সোমবার শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, সাধারণ মানুষকে প্রতিদিন ডেবিট কার্ড পিছু ১০ হাজার টাকা পর্যন্ত তোলার যে নিয়ম মেনে চলতে হচ্ছে এখন, ওই দিন থেকে তা আর থাকছে না। যদিও ব্যাঙ্ক এবং এটিএম মিলিয়ে সেভিংস অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ২৪ হাজার তোলার সীমা আপাতত বহাল থাকছে।

তবে সবচেয়ে বেশি হাঁপ ছেড়েছেন ছোট ব্যবসায়ীরা। কারণ, কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার রাশ পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। এই অ্যাকাউন্ট মূলত ব্যবহৃত হয় ব্যবসার কাজে। এ দিন রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সমস্ত সীমা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অবিলম্বে। কোনও নিয়ন্ত্রণ থাকছে না ‘ওভারড্রাফ্‌ট’ এবং ‘ক্যাশ-ক্রেডিট’ অ্যাকাউন্টের ক্ষেত্রেও। অর্থাৎ সেখানেও আর লাগু হবে না সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার বিধি। এত দিন কারেন্ট অ্যাকাউন্টে সপ্তাহে এক লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত।

ছোট ব্যবসায়ীদের অভিযোগ ছিল, কারেন্ট অ্যাকাউন্টে রাশ টানার জেরে নোটে টানাটানির অভিঘাত এতটাই তীব্র হয়ে দেখা দিয়েছে যে, লোকসান তো গুনতে হচ্ছেই। এমনকী ব্যবসা টিকিয়ে রাখতে মুশকিলে পড়ছেন অনেকে। কারণ, শ্রমিকদের মজুরি থেকে শুরু করে কাঁচামাল কেনা, তাঁদের বেশির ভাগ প্রয়োজনই মেটাতে হয় নগদ টাকায়। যে কারণে কাজও হারিয়েছেন বহু মানুষ।

শিল্প থেকে সাধারণ মানুষ, সকলেরই ধারণা নোট নাকচের ফলে তৈরি হওয়া অসন্তোষের ক্ষত ভরাট করতে বুধবার পেশ করতে চলা বাজেটে ‘কল্পতরু’ হতে পারে সরকার। এ বার তার ঠিক আগে টাকা তোলার রাশ একলপ্তে এতটা আলগা করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এ দিন রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বাজারে পর্যাপ্ত পরিমাণে নোট ফিরে আসার বিষয়টি খতিয়ে দেখার পরেই বর্তমানে টাকা তোলার উপর জারি থাকা নিয়ন্ত্রণ আংশিক ভাবে প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সঙ্গে তাদের প্রতিশ্রুতি, আগামী দিনে নোট ফেরার গতি আর কতটা বাড়ে তা দেখে নিয়ে শীঘ্রই তুলে নেওয়া হতে পারে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সাপ্তাহিক সীমাও। উল্লেখ্য, গত সপ্তাহে তারা জানিয়েছিল, নতুন নোট ঢুকেছে প্রায় ৯.৮ লক্ষ কোটির টাকার।

তবে আরবিআই ব্যাঙ্কগুলিকে জানিয়ে দিয়েছে, গত ৮ নভেম্বর পুরনো পাঁচশো, হাজারের নোট বাতিলের আগে এটিএম থেকে টাকা তোলায় তাদের নিজস্ব যে সীমা ছিল, সেটা তারা নিজের নিজের নিয়ম মেনেই স্থির করতে পারবে।

তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য অভিযোগ জানানো হয়েছে, এই ভাবে নিয়ম কিছুটা আলগা করে লাভ হবে না। টাকা তোলার উপর জারি করা সমস্ত নিয়ন্ত্রণই তুলে নেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Demonetisation Money Withdrawal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE