ভারতের উদ্বেগ বাড়াচ্ছে সি.১.২। করোনা ভাইরাসের এই নতুন রূপ টিকার সুরক্ষাও ভেদ করতে পারে বলে গবেষকদের একাংশের দাবি। ঝুঁকি নিতে না চেয়ে তাই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, ভারতে আসা আরও সাতটি দেশের যাত্রীদের করোনা পরীক্ষায় কড়াকড়ি করা হবে।
ওই সাতটি দেশের যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষার ফল ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে, তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর আগে শুধু ব্রিটেন, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলির যাত্রীদের ক্ষেত্রেই এই নিয়ম চালু ছিল। বৃহস্পতিবার থেকে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বৎসওয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও চালু হল নতুন নিয়ম।