Advertisement
০৭ মে ২০২৪

স্মৃতি এ বার বানান ভুলের ভুলভুলাইয়ায়

তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক তো ছিলই। এ বার বানান ভুলের ভুলভুলাইয়ায় পড়ে গেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। আর স্মৃতিকে বানান ভুলের এই গেরোয় যিনি ফেললেন, তিনি হলেন ছত্তীসগঢ়ের শিক্ষিকা রিচা কুমার।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০৩:১৯
Share: Save:

তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক তো ছিলই। এ বার বানান ভুলের ভুলভুলাইয়ায় পড়ে গেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি।

আর স্মৃতিকে বানান ভুলের এই গেরোয় যিনি ফেললেন, তিনি হলেন ছত্তীসগঢ়ের শিক্ষিকা রিচা কুমার। এত দিন তিনি পড়ুয়াদের ভুল ধরেছেন। এ বার ভুল ধরলেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সরকারি লেটারহেডে। ফলে নতুন করে অস্বস্তিতে পড়লেন স্মৃতি ইরানি-সহ গোটা মন্ত্রক।

সম্প্রতি গোটা দেশের বহু শিক্ষক-শিক্ষিকাকে সমাজ গঠনে তাঁদের ভূমিকার প্রশংসা করে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। অনেকের মতোই সেই চিঠি পৌঁছয় ছত্তীসগঢ়ের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা রিচা কুমারের কাছেও। প্রথমে চিঠি পেয়ে খুশিই হয়েছিলেন রিচা। কিন্তু একটু খতিয়ে দেখতেই শিক্ষিকার চোখে পড়ে মন্ত্রীর লেটারহেডে ইংরেজিতে ‘মিনিস্টার’ এবং হিন্দিতে ‘সংসাধন’ (সম্পদ) বানান দু’টি ভুল রয়েছে। ভুলে ভরা চিঠিটি ফেসবুকে দিয়ে একটি পোস্টে রিচা প্রথমে তাঁর কুড়ি বছরের শিক্ষকতাকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানান। তার পর স্মৃতির উদ্দেশে লেখেন, ‘‘এক জন ভাষা শিক্ষিকা হিসেবে আপনার ওই লেটারহেডটি আমার কাছে অপমানজনক। সঙ্গের ছবিটি (চিঠিটি) আমার বক্তব্যকে প্রমাণ করছে। মন্ত্রকে আপনার অধীনে শিক্ষিত ব্যক্তিরাই যেন কাজ করেন সেটুকু আপনি নিশ্চিত করুন।’’

বিষয়টি সামনে আসায় তড়িঘড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মন্ত্রক জবাবদিহি চেয়েছে বটে, কিন্তু বিতর্ক এড়াতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই স্মৃতিকে টুইট করে ব্যঙ্গ করেন অনেকেই। স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করা শুরু হয়ে যায়।

পরিস্থিতি সামলাতে আসরে নামেন স্মৃতি স্বয়ং। সৌরভ রাই নামে এক ব্যক্তির টুইটের জবাবে তিনি বলেন, ‘‘যে সংস্থা লেটারহেডের বিষয়টির জন্য দায়বদ্ধ, তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’’ পরে মন্ত্রক সূত্রেও জানানো হয়েছে, কোনও ভাবে ওই সিরিজের লেটারহেডে ‘মিনিস্টার’ ও ‘সংসাধন’ (সম্পদ) বানানে ভুল রয়ে গিয়েছে। তা সংশোধন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে এ বিষয়ে জবাবদিহিও চাওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE