স্বাধীন ভারতে তিনিই প্রথম, যাঁকে আইনি নোটিস পাঠালো গাঁধী পরিবার— তাই নিজেকে ভাগ্যবতী মনে করছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। পাশাপাশি জানিয়েছেন, ওই নোটিস পেয়ে ভয় পাওয়ার কোনও প্রশ্নই উঠছে না।
সম্প্রতি স্মৃতি ইরানি দাবি করেন, অমেঠীতে কৃষকদের জমি দখল করে নিয়েছে রাজীব গাঁধী চ্যারিটেবল ট্রাস্ট। তার পরেই উত্তরপ্রদেশ কংগ্রেসের তরফে আইনি নোটিস পাঠানো হয় স্মৃতিকে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘আমার বাড়িতে এক দিন সকাল ৯টা নাগাদ ওই নোটিস এসে পৌঁছয়। পর দিনই আমার অমেঠী সফরে যাওয়ার কথা ছিল। কংগ্রেস বোধ হয় ভেবেছিল ওই নোটিস পেয়ে আমি ভয় পাব। চুপ করে যাব। কিছু লোক হয়তো ভেবে ছিল, এক জন মহিলা হিসেবে এতে ভয় পেয়ে যাব। কিন্তু তারা আমাকে চিনতে ভুল করেছে’’। তিনি আরও বলেন, ‘‘স্বাধীন দেশে কেউ সংযত ভাবে সঙ্গত প্রশ্ন তুললে তাঁকে থামিয়ে দেওয়া যায় না।’’