Advertisement
১৬ মে ২০২৪

পৃথক বিদ্যুৎ বণ্টন সংস্থা চান সুস্মিতা

বিদ্যুৎ বিতরণে বরাক উপত্যকার জন্য পৃথক সংস্থার দাবি তুললেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব। তাঁর যুক্তি, চার বছর আগে এই অঞ্চলে গড়ে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ লাগত। এখন লাগছে ১৬০ মেগাওয়াট। আগামী দিনে চাহিদা আরও বাড়বে।

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২০
Share: Save:

বিদ্যুৎ বিতরণে বরাক উপত্যকার জন্য পৃথক সংস্থার দাবি তুললেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব। তাঁর যুক্তি, চার বছর আগে এই অঞ্চলে গড়ে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ লাগত। এখন লাগছে ১৬০ মেগাওয়াট। আগামী দিনে চাহিদা আরও বাড়বে। তাই এখানে পৃথক সংস্থা হলে শহর-গ্রামের সবাই বিদ্যুৎ পাবেন। তাঁর বক্তব্য, এখন বরাক-সহ বিস্তৃত এলাকা মধ্য অসম বিদ্যুৎ বিতরণ সংস্থার আওতাধীন হওয়ায় সমস্যায় ভুগতে হয় বরাকবাসীকে। আজ শহরের পানপট্টিতে ২টি ২০ এমভিএ ট্রান্সফর্মার-সহ একটি সাবস্টেশনের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপকুমার পাল, সুস্মিতাদেবী। কংগ্রেস সাংসদ জানান, পৃথক সংস্থার দাবিতে তিনি শীঘ্র বিদ্যুৎমন্ত্রী পল্লবলোচন দাসের সঙ্গে কথা বলবেন। দিলীপবাবুও বিদ্যুৎ নিয়ে বরাকবাসীর অসন্তোষের কথা তুলে ধরেন। তিনি বিভাগীয় দুর্নীতি এবং বিদ্যুৎ চুরি নিয়েও সরব ছিলেন। বিদ্যুৎ বিতরণ সংস্থার চিফ জেনারেল ম্যানেজার রাজেন্দ্র ডেকা, ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরগোপাল সাহা তখন মঞ্চে উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushmita dev electricity distribution companies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE