Advertisement
০৩ মে ২০২৪

পিএসসি নিয়ে জট কাটল শীর্ষ আদালতে

চেয়ারম্যান নিয়োগে অনিয়মের অভিযোগের জেরে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষা, ইন্টারভিউ স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট। আজ সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ খারিজ করে দিল। যার ফলে কমিশন রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা-ইন্টারভিউ নিতে পারবে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০৪:১৫
Share: Save:

রাজ্য সরকারি পদে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ঘিরে জটিলতা কাটল।

চেয়ারম্যান নিয়োগে অনিয়মের অভিযোগের জেরে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষা, ইন্টারভিউ স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট। আজ সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ খারিজ করে দিল। যার ফলে কমিশন রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা-ইন্টারভিউ নিতে পারবে।

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভ্রাংশু শেখর চট্টোপাধ্যায় ও অন্য এক সদস্যের নিয়োগ অসাংবিধানিক উপায়ে হয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন কমিশনেরই প্রাক্তন কর্মী রামচন্দ্র ভট্টাচার্য। যুক্তি ছিল, এই নিয়োগের পিছনে রাজনৈতিক বদান্যতা রয়েছে। হাইকোর্ট অন্তর্বর্তী রায়ে জানায়, এই মামলার শুনানি চলাকালীন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বা ইন্টারভিউ নিতে পারবে না।

এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে পাবলিক সার্ভিস কমিশন ও তার চেয়ারম্যান। আজ প্রধান বিচারপতি জে এস খেহরের বেঞ্চে কমিশনের আইনজীবী পীযূষ রায় যুক্তি দেন, চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে মামলাকারীদের কোনও অবস্থান থাকতে পারে না। শুভ্রাংশুবাবুর বায়োডেটা পেশ করে পীযূষ বলেন, উনি কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ফলে তাঁর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই। সর্বোপরি পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তার কাজে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না।

এর পরে প্রধান বিচারপতি খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করার নির্দেশ দেয়। হাইকোর্টে মামলাকারী ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস জারি করে তাদের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। পীযূষবাবু বলেন, ‘‘জুলাই মাসেই ১৫টি দফতরের নিয়োগের পরীক্ষা-ইন্টারভিউ হওয়ার কথা ছিল। হাইকোর্টের রায়ের ফলে সে সব বন্ধ ছিল। আজ সুপ্রিম কোর্টের রায়ে সে সব ফের চালু হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PSC P'ublic Service Commission Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE