Advertisement
১১ মে ২০২৪
kerosene subsidy

রান্নার গ্যাস, ডিজেলের পর এ বার কেরোসিনে ভর্তুকি তুলে নিচ্ছে কেন্দ্র

বর্তমানে কেরোসিনের গ্রাহক অনেক থাকলেও আগের চেয়ে তা অনেকটাই কমেছে। গ্রামেও বহু মানুষ এখন এলপিজি ব্যবহার করতে শুরু করেছেন। দিল্লি-চণ্ডীগড়ের মতো শহরকে ইতিমধ্যেই কেরোসিন-মুক্ত শহর বলে ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ২১:২২
Share: Save:

রান্নার গ্যাসের পর এ বার ধীরে ধীরে কেরোসিনের উপর ভর্তুকি তুলে নিতে চলেছে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্র ঘোষণা করেছে, রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিতে এখন প্রতি মাসে সিলিন্ডারের দাম ৪ টাকা করে বাড়াতে থাকবে তারা। আগে যা ২ টাকা করে বাড়ত। তবে কেরোসিনের প্রতি মাসে ২৫ পয়সা দাম বৃদ্ধিতে কোনও পরিবর্তন হবে না বলেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল। এ বার সেই সিদ্ধান্তই বহাল থাকল। এ ভাবে ভর্তুকি না ওঠা পর্যন্ত দাম বাড়তেই থাকবে।

আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারে কেন্দ্র?

বর্তমানে কেরোসিনের গ্রাহক অনেক থাকলেও আগের চেয়ে তা অনেকটাই কমেছে। গ্রামেও বহু মানুষ এখন এলপিজি ব্যবহার করতে শুরু করেছেন। দিল্লি-চণ্ডীগড়ের মতো শহরকে ইতিমধ্যেই কেরোসিন-মুক্ত শহর বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: টাকা না দিয়েই তৎকালে বুক করা যাবে টিকিট, নয়া ব্যবস্থা রেলের

কেরোসিনের ব্যবহার ২০১৬-১৭ সালে এসে ২১ শতাংশ কমে ৬৬,৭৮,৪৪৭ কিলোলিটারে এসে ঠেকেছে। সরকারি তথ্য বলছে, তা আগামিদিনে আরও কমবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE