Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চিনের সেনা ভারতে ঢুকবে, মানেন না দলাই

বারবারই তিনি বোঝানোর চেষ্টা করেন, ভারতের পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই সাম্প্রতিক কালে নানা সমস্যা রয়েছে। কিন্তু রাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যে ভারত এ সব দেশের মধ্যে সবথেকে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। ধর্মীয় সহিষ্ণুতার কারণেই এখনও এ দেশে বিভিন্ন ভাষাভাষী এবং সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ ভাবে রয়েছেন বলে দলাইয়ের মন্তব্য।

বক্তা: বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে দলাই লামা। ছবি: সুমন বল্লভ।

বক্তা: বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে দলাই লামা। ছবি: সুমন বল্লভ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০২:৪৮
Share: Save:

সম্পর্কটা প্রয়োজনের এবং পারস্পরিক আর্থিক নির্ভরতার। তাই অর্থনৈতিক বিকাশের স্বার্থে ভারত এবং চিন কেউ কারও সঙ্গে ‘সম্পর্ক’ খারাপ করার কথা ভাবতে পারে না বলেই আত্মবিশ্বাসী দলাই লামা।

ডোকলাম সীমান্তে চীনের সেনাবাহিনীর অনুপ্রবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার কলকাতায় দলাই লামা বলেন, ‘‘ভারতে চীনের সেনাবাহিনীর ঢুকে পড়াটা এত সহজ নয়। ভারতের যেমন চিনকে দরকার, চিনেরও ভারতকে দরকার। আমি বিশ্বাস করি যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দু’দেশ নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখবে এবং তাতেই দু’দেশেরই আর্থিক উন্নয়ন সম্ভব।’’

ভারত এবং চিনকে কার্যত ‘দুই ভাই’ বলে সম্বোধন করে দু’দেশের আন্তর্জাতিক সম্পর্কের নিবিড়তা বোঝানোর চেষ্টা করেন এই তিব্বতি ধর্মগুরু। যে কারণে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিনের উষ্মাকেও অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মানতে নারাজ তিনি। বরং তাঁর বক্তব্য, ‘‘হিন্দি-চিনি ভাই ভাই। দু’দেশেরই তাদের আত্মিক সম্পর্ক বজায় রাখা উচিত। ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। পারস্পরিক বক্তব্য বিনিময় ও আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার দ্রুত মীমাংসা সম্ভব।’’ বারবারই তিনি বোঝানোর চেষ্টা করেন, ভারতের পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই সাম্প্রতিক কালে নানা সমস্যা রয়েছে। কিন্তু রাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যে ভারত এ সব দেশের মধ্যে সবথেকে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। ধর্মীয় সহিষ্ণুতার কারণেই এখনও এ দেশে বিভিন্ন ভাষাভাষী এবং সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ ভাবে রয়েছেন বলে দলাইয়ের মন্তব্য।

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত আলোচনা সভায় ভারত-চিনের সম্পর্কের কথা বলতে গিয়েই চিন ও তিব্বত প্রসঙ্গও উত্থাপন করেন দলাই। বলেন, ‘‘তিব্বতকে অনেক বারই আক্রমণ করেছে চিন। পাল্টা আক্রমণও হয়েছে। তবে তিব্বত আলাদা ভাবে স্বাধীনতা চায় না। চিনের সঙ্গেই থাকতে চায়। শুধু আমাদের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে চিন মর্যাদা দিক, এটাই চাওয়া।’’

অতীত তিক্ততা ভুলে আগামীর দিকে এগোনোরই পরামর্শ দিয়ে দলাই বলেন, ‘‘নানা ভাষা, নানা মতের ভারতে রাজনীতিকরা অনেকেই দুর্নীতিতে যুক্ত। চিনেও দুর্নীতি রয়েছে। নতুন প্রেসিডেন্ট সেই দুর্নীতি মোকাবিলায় অনেক চেষ্টা করছেন।’’ বণিক সভার অনুষ্ঠানে এই দুর্নীতি কথা বলতে বলতেই তাঁর সকৌতূক মন্তব্য, ‘‘আমি জানি না, ব্যবসায়ীরা কতটা দুর্নীতিপরায়ণ?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE