জঙ্গলের ভিতর দিয়ে দ্রুত গতিতে ছুটছে হুডখোলা একটি জিপ। তাতে বসেছিলেন কয়েক জন যাত্রী। জিপটা বাঁক নিতেই কারণটা স্পষ্ট হল কারণটা।
১৯ সেকেন্ডের একটি ভিডিয়ো। ভিডিয়োটি মহারাষ্ট্রের তাডোবা টাইগার রিজার্ভের। জঙ্গল সাফারিতে সেখানে গিয়েছিলেন দুই পর্যটক। সাফারির জন্য যে হুডখোলা গাড়ি ব্যবহার করা হয়, সে রকমই একটি গাড়িতে করে ঘুরতে ঘুরতে নিবিড় ঘন জঙ্গলের সৌন্দর্য উপভোগ করছিলেন। কিন্তু জঙ্গলের ‘ভয়ঙ্কর সুন্দর’ রূপটা টের পেতেও বেশি সময় লাগেনি তাঁদের।
চালক যখন পর্যটকদের নিয়ে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছিলেন, হঠাত্ই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে বিশালাকায় একটা বাঘ। সামনে থেকে বাঘ দেখে একটু উল্লসিত হয়েছিলেন তাঁরা। কিন্তু সেই উল্লাস নিমেষে আতঙ্কে বদলে গেল। গাড়ির পিছনে তাড়া শুরু করে দেয় বাঘটি। বিপদের আঁচ পেয়ে চালক দ্রুত গতিতে জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি ছোটান। পর্যটকদের মধ্যে থেকেই কেউ একজন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই এখন ভাইরাল। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি।