
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস। সম্প্রতি, সব সদস্য রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিকে শিক্ষার মান, প্রতিষ্ঠা, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর শিক্ষাগত যোগ্যতা, বিদেশি শিক্ষকের সংখ্যা, শিক্ষকদের মধ্যে কতজন গবেষক আছেন, তাঁদের গবেষণাপত্রের মান কেমন- ইত্যাদির ভিত্তিতে বাছাই করে একটি তালিকা প্রকাশ করেছে ব্রিকস। ৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম তিনেই রয়েছে চিনের তিনটি বিশ্ববিদ্যালয়—সিংঘুয়া, পেকিং এবং ফুদান বিশ্ববিদ্যালয়।