Advertisement
০৩ মে ২০২৪

আবার ডিগবাজি, সপা-র হয়ে মাঠে নামার সিদ্ধান্ত মুলায়মের

২৪ ঘণ্টা কাটতে দিলেন না। ফের ডিগবাজি খেলেন মুলায়ম সিংহ যাদব। ছেলের স্বার্থে সমাজবাদী পার্টির প্রার্থীদের হয়ে প্রচারে রাজি হলেন ‘নেতাজি’। গত কাল রাহুল-অখিলেশ পাশাপাশি বসে হাসিমুখে জোটবার্তা দেওয়ার অল্প কিছুক্ষণ পরেই আচমকা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মুলায়ম জানিয়ে দেন, আসন্ন ভোটে জোটের হয়ে প্রচারে নামবেন না তিনি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০৩:৩৮
Share: Save:

২৪ ঘণ্টা কাটতে দিলেন না। ফের ডিগবাজি খেলেন মুলায়ম সিংহ যাদব। ছেলের স্বার্থে সমাজবাদী পার্টির প্রার্থীদের হয়ে প্রচারে রাজি হলেন ‘নেতাজি’।

গত কাল রাহুল-অখিলেশ পাশাপাশি বসে হাসিমুখে জোটবার্তা দেওয়ার অল্প কিছুক্ষণ পরেই আচমকা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মুলায়ম জানিয়ে দেন, আসন্ন ভোটে জোটের হয়ে প্রচারে নামবেন না তিনি। মুলায়মের এই প্রকাশ্য জেহাদে উদ্বেগ ছড়ায় অখিলেশ-শিবিরে। মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠেরা বুঝতে পারেন, শেষ পর্যন্ত মুলায়ম প্রচারে না নামলে ভোটারদের মধ্যে পুত্র অখিলেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। যাকে হাতিয়ার করে অখিলেশের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানাবে বিজেপি-বিএসপি। গত কাল থেকে যা শুরুও করে দিয়েছে বিজেপি।

রাতেই শুরু হয় মুলায়মের মানভঞ্জনের পালা। সপা সূত্রের দাবি, অখিলেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পরে আপাতত প্রচারে যেতে রাজি হয়েছেন মুলায়ম। তবে শর্ত দিয়েছেন যে, তিনি কেবল সপা প্রার্থীদের হয়েই প্রচার করবেন। জোট সঙ্গী কংগ্রেসের কোনও প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন না। ঘনিষ্ঠ মহলে মুলায়ম জানিয়েছেন, ছেলে অখিলেশের ইচ্ছাতেই তিনি দলের হয়ে প্রচারে নামবেন।

সপা শিবির বলছে, তরুণ ভোট যতই অখিলেশের পাশে থাকুক, মুলায়মের সাম্প্রতিক হেনস্থায় রাজ্যের প্রবীণদের অনেকেই যে ক্ষুব্ধ, তা অনেকাংশে স্পষ্ট। উপরন্তু মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ এখনও মুলায়মকেই তাদের ‘মসিহা’ হিসেবে মনে করে। উত্তরপ্রদেশে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। বাবার বিরুদ্ধে গিয়েও কংগ্রেসের সঙ্গে অখিলেশের জোট করার অঙ্ক, ওই ভোটের সিংহভাগ জোটের ঝুলিতে টানা। কিন্তু মুলায়মের জোট-বিরোধী অবস্থানে সেই পরিকল্পনা ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রী-শিবিরে। সে কারণে কাল মুলায়ম বোমা ফাটানোর পরেই তাঁকে বার্তা পাঠান অখিলেশ। ছেলের বার্তা পেয়ে সুর নরম করেন মুলায়মও। আপাতত অখিলেশরা চাইছেন, প্রয়োজনে মুলায়ম যে প্রার্থীদের হয়ে ছেলের কাছে তদ্বির করেছিলেন, কেবল তাঁদের হয়েই প্রচার করুন। তাতে রাজ্যবাসীকে এই বার্তা দেওয়া যাবে যে, মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত ছেলের পাশেই রয়েছেন বাবা।

সপা-শিবিরে সাময়িক স্বস্তি ফিরলেও বার্ধক্যজনিত রোগের শিকার মুলায়ম ফের দু’দিন বাদে কী বলে বসবেন, তা চিন্তায় রেখেছে অখিলেশ-শিবিরকে। মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠদের অভিযোগ, বিশেষ করে অখিলেশের বিরুদ্ধে মুলায়মকে তাতিয়ে তুলতে সর্বক্ষণ সক্রিয় রয়েছেন সৎমা সাধনা, কাকা শিবপাল ও বাড়ির ছোট পুত্রবধূ অপর্ণা। ভোট না হওয়া পর্যন্ত পরিবারের এই বিরোধীদের প্রভাব থেকে কী ভাবে মুলায়মকে ঠেকিয়ে রাখা যায়, তা নিয়েই এখন চিন্তিত অখিলেশ-শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE