Advertisement
০৫ মে ২০২৪

জরুরি অবস্থা টেনে জবাব বেঙ্কাইয়ার

আজ সেই অভিযোগের জবাবেই মুখ খোলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া। তাঁর মতে, মোদীর বিরুদ্ধে এমন অভিযোগ যাঁরা আনছেন তাঁরা জরুরি অবস্থার কালো দিন ভুলে গিয়েছেন। তখনই ‘ইন্দিরাই ভারত’, এমন তত্ত্ব প্রচার করা হয়েছিল।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ০৩:৫৬
Share: Save:

নরেন্দ্র মোদীকে যাঁরা একনায়ক বলছেন তাঁরা জরুরি অবস্থার কথা ভুলে গিয়েছেন বলে মন্তব্য করলেন বেঙ্কাইয়া নায়ডু।

ডিএমকে প্রধান করুণানিধির জন্মদিন উপলক্ষে চেন্নাইয়ে সমবেত হয়েছিলেন বিরোধী নেতারা। সেখানেও তাঁরা অভিযোগ করেন, মোদী জমানায় বিজেপি ও সঙ্ঘ পরিবার নিজেদের ধ্যানধারণা দেশের মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। সেই ধ্যানধারণা অনুযায়ী ভারতের কাঠামো তৈরির (ওয়ান ইন্ডিয়া) গড়ার প্রস্তুতি চলছে।

আজ সেই অভিযোগের জবাবেই মুখ খোলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া। তাঁর মতে, মোদীর বিরুদ্ধে এমন অভিযোগ যাঁরা আনছেন তাঁরা জরুরি অবস্থার কালো দিন ভুলে গিয়েছেন। তখনই ‘ইন্দিরাই ভারত’, এমন তত্ত্ব প্রচার করা হয়েছিল। কমিউনিস্টরাও কংগ্রেস ও নিজেদের শাসনকালের সব কথা ভুলে গিয়েছেন। এটা থেকেই বোঝা যায়, কমিউনিস্টরা দেশের রাজনৈতিক মানচিত্র থেকে ক্রমশ মুছে যাচ্ছেন।

নায়ডুর মতে, মোদী মানুষের দেওয়া ক্ষমতার পূর্ণ ব্যবহার করছেন। একনায়কের মতো মনোভাব আর কর্তৃত্ব নিয়ে কাজ করার মধ্যে তফাৎ আছে। মোদী কর্তৃত্ব নিয়ে কাজ করেন। অন্য অনেক প্রধানমন্ত্রীর মতো মোদী ব্যক্তিগত কোনও উদ্দেশ্য নিয়ে কাজ করেন না। ইউপিএ জমানায় বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মান নেমে গিয়েছিল। মোদী প্রথম থেকেই নীতি তৈরির ক্ষেত্রে মানুষকে অংশীদার করতে চেয়েছেন। তিনি সব ধর্ম, বর্ণ, জাতির মানুষকে নিয়ে নতুন ভারত গড়তে চান।

গবাদি বিধি নিয়েও বিরোধীরা অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি বেঙ্কাইয়ার। তাঁর মতে, কেন্দ্র মানুষের খাদ্যাভ্যাসে হাত দেয়নি। কেবল বাজারে গবাদি পশু বিক্রি সংক্রান্ত একটি নিদের্শিকা জারি করা হয়েছিল। সে জন্যই কেরালা হাইকোর্টও জানতে চেয়েছে, ওই বিজ্ঞপ্তির কোন অংশে নিষেধাজ্ঞা রয়েছে। বেঙ্কাইয়ার কথায়, ‘‘বিরোধীদের হাতে কোনও বিষয় নেই। ২০১৪ সাল থেকে বিজেপির ক্রমাগত বৃদ্ধিতে তাঁরা হতাশ। সে জন্যই ক্রমাগত অপপ্রচার চালাচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE