Advertisement
১৭ মে ২০২৪
National news

মার যাবে না টাকা, মাল্যের ঋণ মেটাতে বদ্ধপরিকর ব্যাঙ্ক: অরুণ জেটলি

বিজয় মাল্যের ঋণকে অনিশ্চিত আখ্যা দেওয়া হলেও তা ফিরিয়ে নিতে ব্যাঙ্ক বদ্ধপরিকর। বিতর্ক সভায় ইয়েচুরির ছোড়া তিরের মোকাবিলা এ ভাবেই করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ২১:১৪
Share: Save:

বিজয় মাল্যের ঋণকে অনিশ্চিত আখ্যা দেওয়া হলেও তা ফিরিয়ে নিতে ব্যাঙ্ক বদ্ধপরিকর। বিতর্ক সভায় ইয়েচুরির ছোড়া তিরের মোকাবিলা এ ভাবেই করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানিয়ে দিলেন, ভারতীয় স্টেট ব্যাঙ্ক বিজয় মাল্যের ঋণকে অনিশ্চিত ঘোষণা করছেন ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তাঁর এই ঋণ পরিশোধের কোনও চেষ্টা কেন্দ্রীয় সরকারের থাকবে না।

রাজ্যসভায় মোদীর ৫০০ এবং ১০০০ টাকা নোট বাতিল সিদ্ধান্তের আলোচনা প্রসঙ্গে বিজয় মাল্যের প্রসঙ্গটি তোলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মোদীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, ‘‘তাবড় তাবড় কুমীররা ঘুরে বেড়াচ্ছে আর ছোট মাছেরা মুশকিলে পড়ছে।’’ এর পরেই তিনি বিজয় মাল্যের প্রসঙ্গ সামনে আনেন। জানান, ব্যাঙ্ক ইতিমধ্যেই বিজয় মাল্যের ১২০০ কোটি টাকার ঋণ অনিশ্চিত ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছেন মাল্য ছাড়া আরও ৬১ জন বাকিদার। যাঁদের নেওয়া ঋণও একই ভাবে অনিশ্চিত ঘোষণা করা হয়েছে। তাঁর কথায়, এক দিকে যখন মোদী কালো টাকা বন্ধ করার জন্য নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে বিজয় মাল্যদের জন্য এমন ছাড় কেন? সেই সমস্ত ঋণকেই অনিশ্চিত ঘোষণা করা হয় সাধারণত যার টাকা ফিরে পাওয়া দায় হয় ব্যাঙ্কের পক্ষে। বুধবার অরুণ জেটলি তাই স্পষ্ট করে দেন যে, অনিশ্চিত ঋণ অর্থাৎ ব্যাড লোন মানে কাউকে ছাড় দেওয়া নয়, এর অর্থ সেই টাকা ফিরে পাওয়ার সমস্ত চেষ্টা বন্ধ করে দেওয়াও নয়। এর অর্থ সেই টাকা ফেরানো মুশকিল কিন্তু ব্যাঙ্ক যথারীতি তা ফেরানোর চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: দেশে এই প্রথম বার সৎ মানুষরা সম্মান পেলেন: গয়াল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun Jaitley Vijay Mallya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE