Advertisement
০১ মে ২০২৪
National

নগদ লেনদেনে কোন ব্যাঙ্ক কত কাটবে, জেনে নিন

এপ্রিলের ১ তারিখ থেকে দেশের ৪টি ব্যাঙ্কের সবকর্টি শাখায় টাকা জমা দেওয়া, তোলার ওপর আর্থিক বোঝা চাপানো হবে গ্রাহকদের ঘাড়ে। পয়লা দফায় সেই নিয়ম চালু হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই, এইচডিএফসি ও অ্যাক্সিস ব্যাঙ্কে। তার পর ধাপে ধাপে দেশের অন্য ব্যাঙ্কগুলিতেও ওই নিয়ম বলবৎ হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১৬:৪৪
Share: Save:

এপ্রিলের ১ তারিখ থেকে দেশের ৪টি ব্যাঙ্কের সবকর্টি শাখায় টাকা জমা দেওয়া, তোলার ওপর আর্থিক বোঝা চাপানো হবে গ্রাহকদের ঘাড়ে। পয়লা দফায় সেই নিয়ম চালু হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই, এইচডিএফসি ও অ্যাক্সিস ব্যাঙ্কে। তার পর ধাপে ধাপে দেশের অন্য ব্যাঙ্কগুলিতেও ওই নিয়ম বলবৎ হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

১) পয়লা এপ্রিল থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকউন্ট গ্রাহকরা মাসে তিন বারের বেশি টাকা অ্যাকাউন্টে জমা দিতে গেলে প্রতিবারের জন্য ৫০ টাকা ও পরিষেবা কর কেটে নেবে ব্যাঙ্ক।

২) কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লেভির পরিমাণ বেড়ে গিয়ে ২০ হাজার টাকাও হতে পারে।

৩) গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা রাখতেই হবে। তা না রাখতে পারলে গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা দিতে হবে। গ্রামীণ এলাকায় সেই জরিমানার পরিমাণ অবশ্য কিছুটা কম হবে।

৪) সেভিংস অ্যাকাউন্টে সেই ন্যূনতম জমার পরিমাণ ৫০০০ টাকার ৭৫ শতাংশের নীচে নেমে গেলে জরিমানা হিসেবে গ্রাহকদের থেকে কেটে নেওয়া হবে ১০০ টাকা ও পরিষেবা কর। আর সেই জমার পরিমাণ যদি ৫০০০ টাকার অর্ধেকেরও বেশি কমে যায়, তা হলে জরিমানা হিসেবে গ্রাহকদের থেকে কেটে নেওয়া হবে ৫০ টাকা ও পরিষেবা কর। ২০১২ সালে এই নিয়ম চালু ছিল এসবিআইয়ে।

৫) এসবিআইয়ের এটিএম কার্ড রয়েছে এমন গ্রাহকরা অন্যান্য ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে মাসে তিন বারের বেশি টাকা তুললে প্রতিবারের জন্য তাঁদের অ্যাকাউন্ট থেকে ২০ টাকা করে কেটে নেওয়া হবে। আর তাঁরা যদি এসবিআইয়ের এটিএম কাউন্টার থেকে মাসে পাঁচ বারের বেশি টাকা তোলেন, তা হলে প্রতিবারের জন্য তাঁদের অ্যাকাউন্ট থেকে ১০ টাকা করে কেটে নেওয়া হবে।

৬) সেভিংস অ্যাকাউন্টে ২৫ হাজার টাকার বেশি জমা থাকলে এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের কাছ থেকে লেভি আদায় করবে না স্টেট ব্যাঙ্ক। তবে অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে সেই রেহাইটা মিলবে অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার বেশি জমা রাখলে।

৭) সেভিংস অ্যাকাউন্টে তিন মাসে গড়ে ২৫ হাজার টাকা রাখতে পারলে এসএমএস অ্যালার্ট পাঠানোর জন্য প্রতি ত্রৈমাসিকে ১৫ টাকা করে কেটে নেবে এসবিআই। আর এক হাজার টাকা পর্যন্ত ইউপিআই/ইউএসএসডি লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না।

অ্যাক্সিস ব্যাঙ্ক

১) যাঁদের অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কার্ড রয়েছে, তাঁরা ওই ব্যাঙ্কে কোনও চার্জ ছাড়াই টাকা জমা দিতে ও তুলতে পারবেন মাসে সর্বাধিক পাঁচ বার। তার বেশি বার হলে (তা গ্রাহক টাকা জমা দিন বা তুলুন) প্রতিবারের জন্য গ্রাহকদের থেকে ন্যূনতম ৯৫ টাকা করে কেটে নেওয়া হবে।

২) দিনে যদি সর্বাধিক ৫০ হাজার টাকা করে কোনও গ্রাহক তাঁর সেভিংস অ্যাকাউন্টে জমা দেন, তা হলে সেই গ্রাহকের এটিএম কার্ড ইস্যু হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের যে-শাখা থেকে, সেখানে না গিয়েও তিনি ওই ব্যাঙ্কের অন্যান্য শাখায় (নন-হোম ব্রাঞ্চ) মাসে অন্তত পাঁচ বার টাকা জমা দিতে ও তুলতে পারবেন। সেটাই ষষ্ঠ বার করতে গেলে এক হাজার টাকা পিছু চার্জ লাগবে আড়াই টাকা বা প্রতিবারের জন্য লাগবে ৯৫ টাকা।

এইচডিএফসি ব্যাঙ্ক

১) মাসে চার বার কোনও চার্জ ছাড়াই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। টাকা জমা দিতে পারবেন। তার পর প্রতিবার টাকা জমা ও টাকা তোলার জন্য গ্রাহকদের কাছ থেকে ১৫০ টাকা লেভি আদায় করবে ব্যাঙ্ক।
২) এই চার্জ গ্রাহকের সেভিংস ও স্যালারি- দু’টি অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

৩) ব্যাঙ্কের হোম ব্রাঞ্চ থেকে দিনে এক বারে সর্বাধিক ২ লক্ষ টাকা তোলা যাবে, ২ লক্ষ টাকা জমাও দেওয়া যাবে, কোনও চার্জ ছাড়াই। সেই সীমা পেরলেই প্রতি এক হাজার টাকায় ৫ টাকা করে চার্জ দিতে হবে গ্রাহকদের। বা প্রতিবারের জন্য দিতে হবে ১৫০ টাকা করে।
৪) আর ব্যাঙ্কের নন-হোম শাখাগুলি থেকে দিনে ২৫ হাজার টাকার বেশি জমা দিতে গেলে বা টাকা তুলতে হলে গ্রাহকদের কাছে থেকে এক হাজার টাকা পিছু পাঁচ টাকা করে কেটে নেবে ব্যাঙ্ক বা প্রতিবারের জন্য কেটে নেওয়া হবে ১৫০ টাকা।

আইসিআইসিআই ব্যাঙ্ক

১) যেখানে আপনার বাড়ি সেখানকার ব্যাঙ্কের শাখা থেকে মাসে চার বার কোনও চার্জ ছাড়াই টাকা তোলা যাবে, জমাও দেওয়া যাবে। সেই সীমা পেরলেই প্রতি এক হাজার টাকার জন্য চার্জ কেটে নেওয়া হবে পাঁচ টাকা করে।

২) থার্ড-পার্টি উর্ধসীমার পরিমাণ হবে দিনে ৫০ হাজার টাকা।

৩) ব্যাঙ্কের নন-হোম শাখাগুলি থেকে মাসে প্রথম চার বার টাকা তোলার জন্য কোনও চার্জ কাটা হবে না। তার পর এক হাজার টাকা পিছু পাঁচ টাকা করে কেটে নেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে।
৪) টাকা জমা দিতে গেলে সর্বত্র, ব্যাঙ্কের সব শাখায় চার্জ লাগবে এক হাজার টাকা পিছু পাঁচ টাকা করে। আর প্রতি মাসে প্রথম বার টাকা জমার মেশিনে নগদ জমা দেওয়ার জন্য কোনও চার্জ লাগবে না। তার পর প্রতি এক হাজার টাকায় পাঁচ টাকা করে চার্জ কেটে নেওয়া হবে গ্রাহকদের থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SBI ICICI AXIS HDFC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE