Advertisement
০৪ মে ২০২৪
Gonda

একসঙ্গে চারমূর্তির জন্ম দিলেন গোন্ডার মহিলা

লখনউয়ের এক হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চারটি সন্তানের ওজন যাথাক্রমে ১৬০০ গ্রাম, ১৫৫০ গ্রাম, ১৪০০ গ্রাম, ১৫০০ গ্রাম। ওই হাসপাতালের চিকিৎসক আশা মিশ্র জানিয়েছেন, তাঁর পেশা জীবনে এমন ঘটনা আগে দেখননি

এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন উত্তর প্রদেশের গোন্ডার এক মহিলা। ছবি: টুইটার থেকে নেওয়া।

এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন উত্তর প্রদেশের গোন্ডার এক মহিলা। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১৩:৪৪
Share: Save:

যমজ সন্তান জন্মের কথা প্রায়ই শোনা যায়। তিন বা তার বেশি সন্তান একসঙ্গে জন্মানোর ঘটনাও বিরল নয়। তবে একসঙ্গে চারটি সন্তান স্বাভাবিক ওজন নিয়ে জন্মানো একটু বিরল। এমনই চার সন্তানের জন্ম দিলেন উত্তর প্রদেশের গোন্ডার এক মহিলা।

লখনউয়ের এক হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চারটি সন্তানের ওজন যাথাক্রমে ১৬০০ গ্রাম, ১৫৫০ গ্রাম, ১৪০০ গ্রাম, ১৫০০ গ্রাম। ওই হাসপাতালের চিকিৎসক আশা মিশ্র জানিয়েছেন, তাঁর পেশা জীবনে এমন ঘটনা আগে দেখননি। কৃত্রিম পদ্ধতিতে গর্ভধারণের ক্ষেত্রে অনেক সময় একাধিক সন্তানের জন্ম হয়। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভধারণের পর চার সন্তানের জন্ম বিরল ঘটনা। আবার এক সঙ্গে একাধিক শিশুর জন্ম হলেও নানা কারণে তাদের সবাই বাঁচে না। কিন্তু এ ক্ষেত্রে মা ও তাঁর চার শিশুই ভালো আছে।

উত্তর প্রদেশের গোন্ডার বাসিন্দা রেহানা সকালে শরীরে কিছু সমস্যা অনুভব করেন। দুপুরে তাঁকে লখনউয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসক আশা মিশ্র জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে মা ও সন্তানদের।

আরও পড়ুন : এ যেন শোলের বীরু, আত্মহত্যার হুমকি দিয়ে চাকরি ফিরে পেলেন মহিলা

আরও পড়ুন : বর্জ্য প্লাস্টিকের সামনে হাতি! বন আধিকারিকের ছবিতে সভ্যতার সংকট

চিকিত্সকরা জানিয়েছেন, এক জন মায়ের পক্ষে সদ্যোজাত চার সন্তানকে পর্যাপ্ত খাবার ও পুষ্টি দেওয়া সম্ভব নয়। তাই চার সন্তানেরই যাতে পুষ্টির কোনও ঘাটতি না হয় সে দিকে নজর রাখছেন চিকিত্সকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Hospital Child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE