Advertisement
০৫ মে ২০২৪

আইএসসির ফল জানতে হয়রানি সাইটের বিভ্রাটে

আইএসসি পরীক্ষার ফল বেরোল শনিবার। কিন্তু ওয়েবসাইট-বিভ্রাটের জেরে সারা দেশেই ফল জানতে নাকাল হলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ দিন ফল প্রকাশ হয় বিকেল ৩টেয়। কিন্তু রাত ৯টা ২০ পর্যন্ত আইএসসি-র মূল ওয়েবসাইটই না খোলায় ফল জানা নিয়ে চরম উৎকণ্ঠায় পড়তে হয় বহু ছাত্রছাত্রীকে। পরে কাউন্সিলের পক্ষে জানানো হয়, সার্ভার ডাউন হয়ে যাওয়ায় দেশ জুড়েই এই সমস্যা হয়েছে। বহু পড়ুয়া ও অভিভাবক স্কুলে ভিড় করেন। কিন্তু সেখানেও সুরাহা হয়নি।

ওয়েব সাইটে বিভ্রাট। উদ্বিগ্ন পড়ুয়ারা। শনিবার কলকাতার একটি স্কুলে সুমন বল্লভের তোলা ছবি।

ওয়েব সাইটে বিভ্রাট। উদ্বিগ্ন পড়ুয়ারা। শনিবার কলকাতার একটি স্কুলে সুমন বল্লভের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০১৪ ০৩:২৬
Share: Save:

আইএসসি পরীক্ষার ফল বেরোল শনিবার। কিন্তু ওয়েবসাইট-বিভ্রাটের জেরে সারা দেশেই ফল জানতে নাকাল হলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ দিন ফল প্রকাশ হয় বিকেল ৩টেয়। কিন্তু রাত ৯টা ২০ পর্যন্ত আইএসসি-র মূল ওয়েবসাইটই না খোলায় ফল জানা নিয়ে চরম উৎকণ্ঠায় পড়তে হয় বহু ছাত্রছাত্রীকে। পরে কাউন্সিলের পক্ষে জানানো হয়, সার্ভার ডাউন হয়ে যাওয়ায় দেশ জুড়েই এই সমস্যা হয়েছে। বহু পড়ুয়া ও অভিভাবক স্কুলে ভিড় করেন। কিন্তু সেখানেও সুরাহা হয়নি। স্কুলগুলির পক্ষেও ফল জানা সম্ভব হচ্ছিল না। হঠাৎ হঠাৎ হয়তো কেউ ওয়েবসাইটে ফল জানতে পেরেছেন, কিন্তু পরক্ষণেই আর এক জনের পক্ষে তা সম্ভব হয়নি। রাতে অবশ্য আইসিএসই তাদের মূল ওয়েবসাইট (cisce.org) ছাড়াও আরও দু’টি ওয়েবসাইট চালু করেন ফল দেখার জন্য। এ দু’টি হল, cisce.indiaresults.com এবং cisce.indiaeducation.net

কাউন্সিলের সচিব এ দিন সন্ধেয় বলেন, “কেবল পশ্চিমবঙ্গেই নয়, সারা দেশ জুড়ে এই সমস্যা হয়েছে। বিকাল ৩টেয় ফল প্রকাশের ১০-১৫ মিনিট পরেই সার্ভার ডাউন হয়ে যায়। ফলে তার পর কোনও পরীক্ষার্থী ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারেনি। যে সংস্থাকে ওয়েবসাইট তৈরি ও দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে, এই ব্যাপারে তাদেরই সাহায্য নেওয়া হচ্ছে।”

শনিবার ফল প্রকাশ করে আইসিএসই কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছেন, বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও আইএসসি পরীক্ষায় সাফল্যের হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। এ বার এই পরীক্ষায় পাশের হার ৯৫.২৭%। গত বছরের চেয়ে সামান্য বেশি। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯৪.১৮%, আর মেয়েদের ৯৬.৫৮%। একই ধারা পশ্চিমবঙ্গেও। ছেলে ও মেয়েদের পাশের হার যথাক্রমে ৯৩.৬ ও ৯৬.৮৫ শতাংশ। দেশের চারটি অঞ্চলের মধ্যে দক্ষিণেই সাফল্যের হার সব থেকে বেশি, ৯৮.৩২%। পশ্চিমাঞ্চলে ৯৫.৭৪%, উত্তরাঞ্চলে ৯৫.০১%, পূর্বাঞ্চলে ৯৪.৯২%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isc result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE