Advertisement
১০ মে ২০২৪

গাড়িবোমা নিয়ে আত্মঘাতী হামলার আশঙ্কা

গাড়িটা যে সাক্ষাত্‌ শমন, নিরাপত্তারক্ষীদের সেটা বুঝতে সময় লেগেছিল কয়েক মুহূর্ত। বিপদ আঁচ করে দ্রুত ব্যারিকেড এগিয়েও দিয়েছিলেন তাঁরা। কিন্তু ওই পর্যন্ত পৌঁছনোই এসইউভি চালকের জন্য ছিল যথেষ্ট।

সুরবেক বিশ্বাস
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৪ ০৪:১১
Share: Save:

গাড়িটা যে সাক্ষাত্‌ শমন, নিরাপত্তারক্ষীদের সেটা বুঝতে সময় লেগেছিল কয়েক মুহূর্ত। বিপদ আঁচ করে দ্রুত ব্যারিকেড এগিয়েও দিয়েছিলেন তাঁরা। কিন্তু ওই পর্যন্ত পৌঁছনোই এসইউভি চালকের জন্য ছিল যথেষ্ট। বিস্ফোরক ঠাসা গাড়িটা সে উড়িয়ে দেয় সেখানেই। কাবুলের ভারতীয় দূতাবাসে ২০০৮-এর ৭ জুলাই সাতসকালে পাক তালিবানের হামলায় প্রাণ হারান ৫৮ জন। আহত হন প্রায় দেড়শো জন। ঠিক পরের বছরই ৮ অক্টোবর একই কায়দায় হামলা হয় ভারতীয় দূতাবাসে। এ বার নিহত ১৭। দায় স্বীকার করে তালিবান।

লোকসভা ভোটের মুখে জঙ্গি হানার আশঙ্কা নিয়ে বারবার সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু এ বার কাবুলের ভারতীয় দূতাবাসের মতো বিস্ফোরক ঠাসা গাড়ি চালিয়ে আত্মঘাতী হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। এ ক্ষেত্রে ভিআইপি-দের উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত-সহ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।

এর আগে মুম্বই, কোয়ম্বত্তূর, হায়দরাবাদ, দিল্লি-সহ বিভিন্ন শহরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও চলন্ত গাড়িবোমা নিয়ে আত্মঘাতী হামলার উদাহরণ একটিই। ২০০১-এর ১ অক্টোবর জইশ-ই-মহম্মদের এক জঙ্গি শ্রীনগরের বিধানসভা ভবনে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে সেটিকে উড়িয়ে দেয়। তার পরেও ২৬/১১-সহ বহু নাশকতার ঘটনা ঘটলেও এই ধরনের আত্মঘাতী হামলা আর এ দেশে হয়নি বলে গোয়েন্দাদের দাবি।

তা হলে এখন কেন এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে? ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র বক্তব্য, গাড়িবোমা নিয়ে আত্মঘাতী হামলা চালানোয় পারদর্শী আল-কায়দা ও তালিবান। আর তাদের সঙ্গেই এখন গাঁটছড়া বেঁধেছে ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)। পটনায় নরেন্দ্র মোদীর সভায় বিস্ফোরণ-সহ গত কয়েক বছরে কয়েকটি হামলায় অভিযুক্ত এই জঙ্গি সংগঠন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বক্তব্য, পড়শি দেশের গুপ্তচর সংস্থার কর্তাদের হুকুম মোতাবেক কাজ করতে এখন আর স্বস্তি বোধ করছে না আইএমের প্রতিষ্ঠাতা সদস্যেরা। কিছু দিন যাবত্‌ তাদের সঙ্গে আল কায়দার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। জঙ্গি হামলায় নিজেদের সদস্যদের আরও দক্ষ করে তুলতে ওসামা বিন লাদেনের হাতে গড়া সংগঠনের দ্বারস্থ হয়েছে আইএম।

আইবি-র এক কর্তার কথায়, “তালিবান ও আল-কায়দার সঙ্গে আইএমের জোট সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ভারতে গাড়িবোমা নিয়ে আত্মঘাতী হামলার ঝুঁকি আরও বেড়েছে।” বক্তব্য, ইয়াসিন ভটকল, তেহসিন আখতারের মতো মাথারা যে ধরা পড়েছে, তার বদলা নিতে পুরোদস্তুর তৈরি হচ্ছে আইএম।

গত ২২ মার্চ অজমের থেকে জিয়া-উর-রহমান ওরফে ওয়াকাস নামে যে পাক নাগরিককে আইএম চাঁই সন্দেহে গ্রেফতার করা হয়, আসলে সে আল কায়দারই সদস্য বলে এনআইএ-র গোয়েন্দারা জানতে পেরেছেন। তাঁদের দাবি, বোমা বানানোয় সিদ্ধহস্ত ওয়াকাস জেরায় কবুল করেছে যে, উত্তরপ্রদেশ থেকে আইএমে যোগ দেওয়া ২৫-৩০ জন যুবক তালিবানের হয়ে আফগানিস্তান ও পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া তথা সাবেক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে লড়াই করছে। এনআইএ-র বক্তব্য, ওই খাইবার পাখতুনখোয়ায় গিয়েই আইএমের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম রিয়াজ ভটকল আল-কায়দার এক প্রথম সারির নেতার সঙ্গে গত বছর দেখা করেছিল।

মোটামুটি ২০০১ থেকে কাবুল, কন্দহর, জালালাবাদের মতো আফগান শহরে গাড়িতে বোঝাই করা বিস্ফোরক দিয়ে তৈরি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে অসংখ্য আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এবং তার অধিকাংশতেই তালিবান ও আল-কায়দার জড়িত থাকার প্রমাণ মিলেছে। আইএমের সঙ্গে তাদের আঁতাঁত তাই ভাবাচ্ছে গোয়েন্দাদের।

আপাতত কী কী সতর্কতার নিদান দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক? তাদের পরামর্শ, ভিআইপি-র সভাস্থলের বেশ কিছুটা আগে থেকেই সমস্ত গাড়ি ও চালকের কাগজপত্র পরীক্ষার বন্দোবস্ত রাখতে হবে। বিস্ফোরক-সন্ধানী আধুনিক যন্ত্রপাতি দিয়ে তল্লাশির পাশাপাশি অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছুটা দূরে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে। সে ক্ষেত্রে বিস্ফোরণ হলেও ক্ষয়ক্ষতি হবে কম। পার্কিং প্লেসে রাখতে হবে রাখতে হবে সরাসরি সিসিটিভি-র বন্দোবস্তও।

গাড়িবোমা নিয়ে আত্মঘাতী হামলার প্রথম বড় ঘটনা ঘটে ১৯৮৩-র ১৯ এপ্রিল। ওই দিন বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে লেবাননের মার্কিন দূতাবাসে হুড়মুড়িয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায় চালক। নিহত ৬৩। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এক জন আত্মঘাতী জঙ্গির পক্ষে যেখানে বড়জোর ৩০ কেজি বিস্ফোরক বহন করা সম্ভব, সেখানে আমেরিকার ওকলাহোমা শহরে ১৯৯৫ সালে এক হাজার কেজি বিস্ফোরক ঠাসা ট্রাক নিয়ে জঙ্গি হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৮ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE