Advertisement
০৬ মে ২০২৪

ঝাড়খণ্ডের রাশ অনুপজাতি রঘুবরের হাতেই

শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে উপজাতি নেতাদের একাধিপত্যের অবসান ঘটল। ‘হরিয়ানা মডেল’ অনুসরণ করেই অনুপজাতি নেতা রঘুবর দাসকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি। আজ দুপুরে রাঁচিতে, দলের সদর দফতরে সদ্য নির্বাচিত বিধায়কদের বৈঠক ডেকে বিজেপি হাইকম্যান্ড পরিষদীয় দলনেতা হিসেবে রঘুবর দাসকে মনোনীত করা হল। কোনও রকম বেসুরো আওয়াজ ছাড়াই এই ‘বৈশ্য’ নেতাকে মেনে নেন বিজেপি-আজসু জোটের বাকি ৪১ জন বিধায়ক।

প্রবাল গঙ্গোপাধ্যায়
রাঁচি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ০৪:১০
Share: Save:

শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে উপজাতি নেতাদের একাধিপত্যের অবসান ঘটল। ‘হরিয়ানা মডেল’ অনুসরণ করেই অনুপজাতি নেতা রঘুবর দাসকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি। আজ দুপুরে রাঁচিতে, দলের সদর দফতরে সদ্য নির্বাচিত বিধায়কদের বৈঠক ডেকে বিজেপি হাইকম্যান্ড পরিষদীয় দলনেতা হিসেবে রঘুবর দাসকে মনোনীত করা হল। কোনও রকম বেসুরো আওয়াজ ছাড়াই এই ‘বৈশ্য’ নেতাকে মেনে নেন বিজেপি-আজসু জোটের বাকি ৪১ জন বিধায়ক। বৈঠকে হাজির করানো হয়েছিল পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকেও। তাঁকে সামনে রেখেই দলনেতা হিসেবে রঘুবরকে বেছে নিয়ে দলীয় হাইকম্যান্ড দলের অন্দরে প্রয়োজনীয় বার্তাও দিল।

বিজেপি পরিষদীয় দলের নতুন নেতা রঘুবর আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার তৈরির দাবি জানান। ঠিক হয়েছে, আগামী রবিবার, ২৮ ডিসেম্বর নতুন সরকার শপথ নেবে। উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারি রাজ্যের পুরনো সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ভাবী মুখ্যমন্ত্রী রঘুবর বলেন, “আমি ধন্য যে আমার মতো একজন শ্রমিককে দল এত বড় সম্মান দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যের উন্নয়নের জন্যই আমরা কাজ করতে চাই।”

রঘুবরের মুখ্যমন্ত্রী হওয়ার খবর পাওয়ার পর মিষ্টিমুখ
করছেন আত্মীয়রা। ছবি: পার্থ চক্রবর্তী।

এ বারের সরকার গঠন দু’দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, ঝাড়খণ্ড রাজ্য তৈরি হওয়ার পর, গত ১৪ বছরে, এই প্রথম কোনও অনুপজাতি নেতা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সঙ্ঘ-ঘনিষ্ঠ নেতা তথা টাটা স্টিলের প্রাক্তন কর্মী রঘুবর ২০০৯ সালে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন। তখন জেএমএম-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী ছিলেন জেএমএম নেতা শিবু সোরেন। পরে অর্জুন মুন্ডার মন্ত্রিসভায় নগরোন্নয়ন মন্ত্রীও ছিলেন রঘুবর। অন্য আরও একটি দিক থেকেও এ বারের সরকার গঠন তাৎপর্যপূর্ণ। তা হল, রাজ্যের ১৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক-নির্বাচনী জোট বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার তৈরি করতে যাচ্ছে। নির্বাচনী প্রচারে মোদী থেকে অমিত শাহ, সকলেই বার বার জোর দিয়েছিলেন এই ‘স্থায়ী সরকার’-এর দাবিতে। স্থায়ী সরকারের সঙ্গেই যে খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ঝাড়খণ্ডের উন্নয়ন ওতোপ্রোত ভাবে জড়িত তা প্রচার সভাগুলিতে বুঝিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। তবে রাজ্যের রাজনৈতিক কুশীলবদের বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ সরকার মানেই তা স্থায়ী হবে কিনা, বা রাজ্যের উন্নয়নে তা কতখানি কার্যকর ভূমিকা নিতে পারবে তা ভবিষ্যতই বলবে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রথম থেকেই চেয়েছিলেন, এ রাজ্যে তাঁদের দল সরকারে এলে এক জন অনুপজাতি নেতাকে মুখ্যমন্ত্রী করতে। ভোটের আগে এ ব্যাপারে প্রচ্ছন্ন ইঙ্গিতও দেন দলীয় সভাপতি অমিত শাহ। তবে সেই পরিকল্পনা রূপায়ণের পথে একমাত্র ‘কাঁটা’ ছিলেন উপজাতি নেতা তথা রাজ্যের তিন দফার মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। কিন্তু তিনি নির্বাচনে হেরে যাওয়ায় সেই কাজটি হাইকম্যান্ডের পক্ষে অনেক সহজ হয়ে যায়। কার্যত গত বুধবারই দিল্লিতে তাঁরা রঘুবরকে বেছে নেন। কিন্তু সেই সিদ্ধান্ত গোপন রাখা হয়। তবে ওই দিন বিকেল থেকেই অর্জুন মুন্ডা, চন্দ্রেশ্বর প্রসাদ সিংহের মতো নেতা এবং দলীয় বিধায়কদের নিয়ে ছোট ছোট দলের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেন রঘুবর।

রঘুবরকে শেষ মুহূর্তে আটকাতে উপজাতি ভাবাবেগকে কাজে লাগানো শুরু করেন বিজেপির একাংশ। উপজাতি বিধায়করা অর্জুন মুন্ডাকে নতুন করে নির্বাচনে দাঁড় করাতে চেয়ে নিজেদের কেন্দ্র ছেড়ে দেওয়ার কথাও বলতে শুরু করেন। তবে তাতে বিশেষ পাত্তা দেয়নি দল।

দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং দলের নেতা বিনয় সহস্রবুদ্ধেকে পর্যবেক্ষক হিসেবে রাঁচিতে পাঠানো হয়। ছিলেন এ রাজ্যে দলের ভারপ্রাপ্ত নেতা ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতও। রাঁচির হরমুতে বিজেপির রাজ্য সদর দফতরে, আজ পরিষদীয় দলের বৈঠকে রঘুবরের নাম দলনেতা হিসেবে প্রস্তাব করার জন্য বেছে নেওয়া হয় খুঁটির উপজাতি বিধায়ক নীলকণ্ঠ মুন্ডাকে। প্রস্তাব সমর্থন করেন দলের দুই প্রবীণ বিধায়ক সরযূ রাই ও চন্দ্রেশ্বর প্রসাদ সিংহ। উল্লেখ্য, উপজাতি সমাজকে বার্তা দিতে রাওয়াত আজ বলেন, “অর্জুন মুন্ডা হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রী হিসেবে কোনও অভিজ্ঞ উপজাতি নেতাকে পাওয়া যায়নি।” এ দিকে, অনুপজাতি রঘুবর মুখ্যমন্ত্রী হচ্ছেন দেখে প্রতিবাদে আদিবাসী সরনা ধর্ম সমাজ আগামী কাল ঝাড়খণ্ডে বন্ধ ডেকেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raghubar das bjp jharkhand chief minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE