Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিক্ষামন্ত্রীর লেখাপড়া কত দূর, জবাব গুলিয়ে দিচ্ছে হলফনামাই

দেশের শিক্ষামন্ত্রী বলে কথা। তাঁর শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত? মোদী সরকারের মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসাবে গত পরশু শপথ নিয়েছেন স্মৃতি জুবিন ইরানি। পরের দিনই হইচই স্নাতকও নন মন্ত্রী স্মৃতি, নেহাতই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা! বিতর্কের সেই কেঁচো খুঁড়তে খুঁড়তে আজ বড়সড় সাপও বেরিয়ে পড়ল শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দিয়েছেন স্মৃতি, অসঙ্গতি রয়েছে তাতে। অভিযোগ, এই কাজ রীতিমতো ফৌজদারি অপরাধ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০১৪ ০৩:০২
Share: Save:

দেশের শিক্ষামন্ত্রী বলে কথা। তাঁর শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?

মোদী সরকারের মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসাবে গত পরশু শপথ নিয়েছেন স্মৃতি জুবিন ইরানি। পরের দিনই হইচই স্নাতকও নন মন্ত্রী স্মৃতি, নেহাতই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা! বিতর্কের সেই কেঁচো খুঁড়তে খুঁড়তে আজ বড়সড় সাপও বেরিয়ে পড়ল শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দিয়েছেন স্মৃতি, অসঙ্গতি রয়েছে তাতে। অভিযোগ, এই কাজ রীতিমতো ফৌজদারি অপরাধ।

২০০৪ সালে লোকসভা নির্বাচনের সময় স্মৃতি জানিয়েছিলেন, তিনি বিএ পাশ। অথচ দশ বছর পর এ বারের ভোটে জানাচ্ছেন, তিনি বাণিজ্য শাখায় পার্ট ওয়ান পর্যন্ত পড়েছেন। তা হলে কোনটা ঠিক?

স্মৃতি এখন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার ওয়েবসাইটে তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হয়েছে বসন্ত বিহারের হোলি চাইল্ড অক্সিলিয়াম ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তিনি। কিন্তু তাঁর ডিগ্রি নিয়ে স্পষ্ট কিছু বলা নেই।

যদিও মন্ত্রী হতে গেলে শিক্ষাগত যোগ্যতার কোনও মাপকাঠি নেই। স্কুলের গণ্ডিতে পা না-রেখেও মন্ত্রী হওয়া যায়। পুঁথিগত শিক্ষা না থেকেও মন্ত্রী হিসাবে সফল, এমন নজিরও রয়েছে। কিন্তু বিরোধী কংগ্রেস নেতারা মনে করছেন, দেশের শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষিত হবেন, দেশবাসী এমনটাই প্রত্যাশা করেন।

বস্তুত রাজনৈতিক সুবিধা নিতে সেই ‘প্রত্যাশা’তেই সুড়সুড়ি দিতে নেমে পড়েছে কংগ্রেস। গত কালই তাঁদের নেতা অজয় মাকেন টুইট করে বলেছিলেন, “কেমন মন্ত্রিসভা সাজিয়েছেন মোদী? মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রী নিজে স্নাতকই নন!” এর পরে আবার আজ কংগ্রেস হাইকম্যান্ডের তরফে সাংবাদিক বৈঠক করে অভিষেক মনু সিঙ্ঘভি ঠেস দিয়ে বলেন, “কংগ্রেস কারও ব্যক্তিগত সমালোচনা করে না। মোদীর সরকারে এমন মন্ত্রীও রয়েছেন, যাঁদের পড়াশোনার দৌড় অষ্টম বা দশম শ্রেণি পর্যন্ত। কিন্তু মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রী বলে কথা। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা কি বর্তমান মন্ত্রীর রয়েছে? মনে রাখতে হবে মৌলানা আবুল কালাম আজাদ, নুরুল হাসান, সিদ্ধার্থশঙ্কর রায়, কে সি পন্থ, কর্ণ সিংহ, মুরলীমনোহর জোশীর মতো নেতারা দেশের শিক্ষামন্ত্রী হয়েছিলেন।” স্মৃতির দু’বার দু’রকম হলফনামা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।

স্মৃতি অবশ্য আজ জবাব এড়িয়ে গিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে দেখাও করতে চাননি তিনি। কিন্তু তাঁর ঢাল হয়ে উমা ভারতী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সনিয়া গাঁধীর শিক্ষাগত যোগ্যতাটা আগে জানাক কংগ্রেস।

যদিও এই পাল্টা চালে বিতর্ক আদৌ চাপা পড়ল না। কারণ, হলফনামায় দায়ের করা তথ্যে অসঙ্গতি ফৌজদারি অপরাধ। আইনজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ না করলেও যে কেউ আদালতে যেতে পারেন। তখন কিন্তু মুখ পুড়তে পারে খোদ প্রধানমন্ত্রীরও।

শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষা মহলে অবশ্য দু’রকমের মত রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এম এম আনসারি আজ বলেন, “মন্ত্রী হতে গেলে ন্যূনতম শিক্ষার কোনও মাপকাঠি নেই ঠিকই। স্মৃতি ইরানি মহিলা, শিশুকল্যাণ বা গ্রামোন্নয়নের মতো কোনও মন্ত্রকের দায়িত্ব পেলে হয়তো এই বিতর্কটি হতো না। কিন্তু মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়টি জড়িত। তাই উচ্চশিক্ষিত কোনও ব্যক্তি মন্ত্রকের দায়িত্ব পেলে তিনি গবেষণাধর্মী কাজকে যথাযথ গুরুত্ব দিতে পারবেন বলে ধারণা রয়েছে শিক্ষা মহলে।”

কিন্তু এনসিইআরটি-র প্রাক্তন অধিকর্তা জে এস রাজপুত বলেন, “গোটা দেশ নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে। প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভাবনাচিন্তা করে মন্ত্রিসভা গড়েছেন। স্মৃতি ইরানির স্বচ্ছ চিন্তাভাবনা রয়েছে বলেই মনে করি। বয়সও কম। যুব সমাজের প্রতিনিধি তিনি। ফলে তাঁর উচ্চতর ডিগ্রি থাকাটা বড় ব্যাপার বলে আমি মনে করি না।”

শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, “তথাকথিত ডিগ্রির উপরে শিক্ষা নির্ভর করে না। কারও ডিগ্রি থাকলেই তিনি শিক্ষিত, এ কথা আমি বিশ্বাস করি না। কিন্তু এক জন শিক্ষামন্ত্রী হিসাবে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের সর্ব্বোচ্চ স্তর পর্যন্ত বিষয়গুলি স্মৃতিকে দ্রুত বুঝে নিতে হবে। সেটা তাঁর পক্ষে অসম্ভব পরিশ্রমের হবে।” পবিত্রবাবু বলেন, সময়ের চাহিদা মেনে কী ভাবে নতুন নতুন বিষয় শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সম্ভব, তা-ও মাথায় রাখতে হবে স্মৃতিকে। বিদেশের শিক্ষাব্যবস্থা যে ভাবে এগিয়ে গিয়েছে, তা নিয়েও এক জন শিক্ষামন্ত্রীর ধারণা থাকা প্রয়োজন।

প্রকাশ্যে না বললেও ঘরোয়া আলোচনায় বিজেপি-র নেতারা অবশ্য অনেকেই মনে করছেন মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রকে স্মৃতিকে বাছা ঠিক হয়নি। এই মন্ত্রকের নাম বদলে মোদী একটি সামগ্রিক শিক্ষা মন্ত্রক গড়বেন বলে প্রত্যাশা ছিল। তা তো হয়ইনি, উপরন্তু যাঁকে মন্ত্রী করলেন তাঁর যোগ্যতা কী, সেটাও বিবেচনা করে দেখা উচিত ছিল। স্মৃতি বলিয়ে-কইয়ে। তাঁকে তথ্য-সম্প্রচারের মতো মন্ত্রক দিলে অসুবিধা হতো না।

বিজেপির মধ্যেই এই উষ্মা আরও খুঁচিয়ে দিতে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ আজ বলেন, “প্রধানমন্ত্রী বা কোনও মন্ত্রীর ডিগ্রিটা বিতর্কের বিষয় নয়। কিন্তু মুরলীমনোহর জোশীকে ছেড়ে শিক্ষামন্ত্রী হিসাবে মোদী কেন স্মৃতিকে বাছলেন, সেটা অবশ্যই বিস্ময়ের!”

মজার বিষয় হল, এ ব্যাপারে কংগ্রেসের মধ্যে যে মতান্তর নেই তা নয়। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি আজ বলেন, “এ ধরনের পারিপার্শ্বিক ব্যাপার নিয়ে সমালোচনা না করে, নীতিগত বিষয়ে সরকারের সমালোচনা করা উচিত।” একই মত কংগ্রেস নেতা মাখনলাল ফোতেদারেরও। তা ছাড়া দলের একাংশ নেতার মতে, ভোটে গো-হারান হারার পর এখন ক’দিন চুপচাপ থাকা উচিত কংগ্রেসের। স্মৃতি মন্ত্রী হয়ে মুরলীমনোহর জোশীর মতো শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণটুকু অন্তত করবেন না বলেই তাঁদের আশা। বরং তাঁদের মতে, খামোখা বিষয়টি খোঁচানোর কারণেই আজ সনিয়া গাঁধীকে নিশানা করার সুযোগ পেয়ে গেল বিজেপি।

পারস্পরিক এই চাপানউতোরের পর কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল। মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রকে স্মৃতির ভবিষ্যত্‌ কী? গভীর রাতে সরকারি সূত্রে বলা হয়েছে, সোমবার সাংবাদিক বৈঠক করে নিজেই অবস্থান স্পষ্ট করতে পারেন স্মৃতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE