Advertisement
০১ মে ২০২৪

সব ধর্মেরই সমান মর্যাদা, মনে করিয়ে দিলেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও চুপ থাকলেও, দাদরির ঘটনার পটভূমিকায় দাঁড়িয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি ভবনে আজ, এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রণববাবু বলেছেন, ‘‘ভারতীয় সভ্যতার মূল আদর্শকে আমরা অস্বীকার করতে পারি না। ভুলে যেতে পারি না তার মূল্যবোধকে। দেশে সব ধর্মকেই সমান মর্যাদা দিতে হবে। পরধর্মসহিষ্ণু হতে হবে আমাদের।’’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ১৬:৪৬
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও চুপ থাকলেও, দাদরির ঘটনার পটভূমিকায় দাঁড়িয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

রাষ্ট্রপতি ভবনে আজ, এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রণববাবু বলেছেন, ‘‘ভারতীয় সভ্যতার মূল আদর্শকে আমরা অস্বীকার করতে পারি না। ভুলে যেতে পারি না তার মূল্যবোধকে। দেশে সব ধর্মকেই সমান মর্যাদা দিতে হবে। পরধর্মসহিষ্ণু হতে হবে আমাদের।’’

ভারতীয় সভ্যতা কেন এত দিন ধরে টিঁকে রয়েছে, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘‘বহু প্রাচীন সভ্যতাই এখন আর নেই। তারা হারিয়ে গিয়েছে। ভারতীয় সভ্যতা অত্যন্ত প্রাচীন হওয়া সত্ত্বেও টিঁকে রয়েছে। কারণ, অতীতে আমরা সব সময়েই আমাদের সভ্যতার মূল আদর্শকে মেনে চলার চেষ্টা করেছি। আগামী দিনেও তা মেনে চলতে পারলে আমাদের গণতন্ত্র আরও এগিয়ে যাবে।’’

দাদরিতে গো-মাংস খাওয়ার গুজব রটিয়ে এক জন নিরীহ মানুষকে খুন করার ঘটনায় কেন এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী মোদী, তা নিয়ে বিরোধী রাজনীতিকরা তো সমালোচনায় সরব হয়েছেনই, তার প্রতিবাদে সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন বিশিষ্ট লেখিকা নয়নতারা সহগল ও কবি অশোক বাজপেয়ী।

এর পরেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হলে, তা সে কেন্দ্রই হোক বা, কোনও রাজ্য সরকার- কড়া হাতে তার মোকাবিলা করবে।’’

সাহিত্য অকাদেমি ফিরিয়ে দিলেন অশোক বাজপেয়ীও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE