Advertisement
০৫ মে ২০২৪
Coronavirus

১৪ নয়, ১০! আমেরিকার নতুন দাওয়াই

আমেরিকার তুলনায় ইউরোপের মূল ভূখণ্ডের অবস্থা অবশ্য অনেকটাই ভাল। এক সময়ে সংক্রমণের নিরিখে একদম উপরের দিতে থাকা ইটালির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আরও পড়ুন
প্রতীকী ছবি

আরও পড়ুন প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০৪:৪৪
Share: Save:

মাস্ক পরা নিয়ে প্রেসিডেন্টের নানা তির্যক মন্তব্যের পরে দেশের প্রধান স্বাস্থ্য সংস্থার বিতর্কিত মন্তব্য। বুধবার আমেরিকার ‘সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছে, কোনও করোনা-আক্রান্তের যদি মৃদু উপসর্গ থাকে বা তিনি যদি উপসর্গহীন হন, তা হলে তাঁকে ১৪ দিন নয়, ১০ দিন ‘সেল্ফ আইসোলেশনে’ থাকলেই চলবে। আমেরিকায় সংক্রমণ পেরিয়েছে ৪০ লক্ষ। মৃত প্রায় দেড় লক্ষ। তারই মধ্যে এই নিদানে দেশে-বিদেশে নতুন বিতর্ক শুরু হয়েছে।

কেন এই মত স্বাস্থ্য সংস্থার? তারা জানিয়েছে, গত ছ’মাস ধরে চলা এই সংক্রমণের গতি-প্রকৃতি নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে, বেশির ভাগ মানুষ অসুস্থ থাকেন ৪ থেকে ৯ দিন। এই সময়টাই তাঁদের দেহে সংক্রমণ থাকে। এঁরা মূলত উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত। তাই তাঁদের ১০ দিন ‘সেল্ফ আইসোলেশনে’ থাকাই যথেষ্ট। অবশ্য যাঁরা বেশি অসুস্থ তাঁদের দেহে সংক্রমণ ২০ দিন পর্যন্ত থাকতে পারে। তাঁদের দু’সপ্তাহ, কিংবা তিন সপ্তাহ পর্যন্ত ‘সেল্ফ আইসোলেশনে’ রাখা উচিত। সংক্রমণ যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে ‘সেল্ফ আইসোলেশন’-এর সময়সীমা কমিয়ে আনার এই নিদানে বিস্মিত অনেকেই। এ দিকে আবার ব্রাজিলের প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারোর তৃতীয় করোনা-পরীক্ষার রিপোর্টও আজ ফের পজ়িটিভ এসেছে। তিনি অবশ্য নিজেকে সুস্থ বলেই দাবি করছেন।

আমেরিকার তুলনায় ইউরোপের মূল ভূখণ্ডের অবস্থা অবশ্য অনেকটাই ভাল। এক সময়ে সংক্রমণের নিরিখে একদম উপরের দিতে থাকা ইটালির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই পরিস্থিতে অর্থনীতিকে চাঙ্গা করতে কিছু দিন আগে পর্যটকদের জন্য দরজা খুলে দিয়েছে ইটালি।

বিশ্বে করোনা

মৃত

৬,২২,৯১৪

আক্রান্ত

১,৫২,৪৬,৩৩১

সুস্থ

৯২,১৮,৬৯৩

প্রথম ৫

আক্রান্ত মৃত

আমেরিকা

৪০,৭২,৮৩১ ১,৪৫,৭০৫

ব্রাজিল

২১,৭৮,১৫৯ ৮১,৮২৮

ভারত

১২,৩৯,৬৮৪ ২৯,৮৯০

রাশিয়া

৭,৮৯,১৯০ ১২,৭৪৫

দক্ষিণ আফ্রিকা

৩,৮১,৭৯৮ ৫৩৬৮

সূত্র: ‘ওয়ার্ল্ডোমিটার্স’

দেশের বেশির ভাগ এলাকার মতো ভেনিসের অর্থনীতিও দাঁড়িয়ে আছে পর্যটনের উপরে। কিন্তু এ বার ভেনিস জানাল, পর্যটকেরা আসুন। গন্ডোলাতেও (এখানকার বিখ্যাত সরু ও লম্বাটে নৌকো) চড়ুন। কিন্তু অনেকে মিলে নয়। এত দিন ছ’জনে মিলে একটি গন্ডোলায় চড়তে পারতেন। এখন ভেনিসের গন্ডোলিয়ার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, সংখ্যাটা কিছুতেই ৪-৫-এর বেশি করা যাবে না।

আরও পড়ুন: টগবগ করে ফুটছে জল, ভাসে প্রাণীর গলিত শব, রহস্যে ঘেরা আমাজনের ফুটন্ত নদী

দেশে-বিদেশে নানা পর্যটনস্থলেই দর্শনার্থীর সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে।

কিন্তু ভেনিসের গন্ডোলিয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংক্রমণ ঠেকাতে নয়, ‘বোঝা’ কমাতেই এই সিদ্ধান্ত। তাদের দাবি, বেশ কয়েক বছর ধরেই পর্যটকদের ওজন বাড়ছে। অনেক দিন ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিল তারা।

আরও পড়ুন: হিউস্টনের চিনা দূতাবাস বন্ধ করতে নির্দেশ ট্রাম্প সরকারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE