Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Turkey

রাস্তা ধসে ঢুকে গেলেন দুই মহিলা, তার পর...

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাথে হঠাৎ ধস নামায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। যদিও দুই মহিলাই প্রাণে বেঁচে গিয়েছেন।

ধসের আগের মুহূর্ত। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে।

ধসের আগের মুহূর্ত। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে।

সংবাদ সংস্থা
দিয়ারবারিক (তুরস্ক) শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১২:৩২
Share: Save:

ফুটপাথ দিতে হেঁটে আসছিলেন দু’জন মহিলা। কথা বলছিলেন নিজেদের মধ্যে। হঠাৎই হুড়মুড়িয়ে মাটির তলায় ঢুকে গেলেন তাঁরা।

না এটা কোনও ছবির চিত্রনাট্য নয়!

এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব তুরস্কের অন্যতম বড় শহর দিয়ারবারিক -এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাথে হঠাৎ ধস নামায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। যদিও দুই মহিলাই প্রাণে বেঁচে গিয়েছেন। স্থানীয়রা দুই মহিলাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়েও দেওয়া হয়।

ভূমি ধসের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বুধবার ঘড়িতে তখন বিকেল চারটে। ফুটপাথ দিয়ে হেঁটে আসছিলেন দু’জন। হঠাৎই ছন্দপতন। পুলিশ ওই দুই মহিলার নাম ও পরিচয় জানতে পেয়েছেন। এঁদের মধ্যে এক জন পেশায় চিকিৎসক, অপর জন নার্স। সুজন কুর্দ পেশায় চিকিৎসক এবং ও’জেলম ডুয়েমার্জ নার্স।

আরও পড়ুন: এই জঙ্গলের গাছপালা কেন এরকম অদ্ভুত দেখতে? এখনও কেউ জানে না

আরও পড়ুন: সন্দেহজনক প্যাকেট এ বার ডি নিরোকেও

দুর্ঘটনার পরই দ্রুত ওই দুই মহিলাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা ওই দুই মহিলাকে উদ্ধার করেন। হাসপাতালে পাঠান।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই তা রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Turkey sidewalk collapses
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE