Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্ষমতা দখলের পথে বামপন্থী মুন

দুর্নীতিতে জর্জরিত প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গুন হে জেলে। নয়া প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই, মঙ্গলবার নির্বাচনের পথে হাঁটল দক্ষিণ কোরিয়া।

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০৩:৩২
Share: Save:

দুর্নীতিতে জর্জরিত প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গুন হে জেলে। নয়া প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই, মঙ্গলবার নির্বাচনের পথে হাঁটল দক্ষিণ কোরিয়া।

প্রাক্তন প্রেসিডেন্টের আমলে দুর্নীতি ও পরমাণু শক্তিধর প্রতিবেশী উত্তর কোরিয়ার মুহুর্মুহু হামলার হুমকি। তার উপর দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার কারণে চাকরি নেই দেশে। অর্থনীতির গতিও ধীর। এই পরিস্থিতিতে পাল্লা ভারি বামপন্থী ৬৪ বছরের মুন যায়ে-ইনের। এক্সিট পোলের ফলাফলে যদিও ইতিমধ্যেই জয়ী হিসাবে দেখানো হচ্ছে প্রাক্তন এই মানবাধিকার কর্মীকে। জাতীয় নির্বাচন কমিশন সরকারি ভাবে ফল ঘোষণা করবে বুধবার।

গত ডিসেম্বরে দুর্নীতির দায়ে পার্লামেন্টে ভর্ৎসনার শিকার হন পার্ক। পদ খোয়ানোর পাশাপাশি জেলেও যেতে হয় তাঁকে। মুনের নির্বাচন মাসব্যাপী সেই রাজনৈতিক অস্থিরতায় ইতি টানতে পারবে বলে আশা দেশের মানুষের। ২০১২ সালের নির্বাচনে এই মুনই সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন পার্ক গুন হে-র কাছে।

মুনের ঘাড়েই শ্বাস ফেলছেন মধ্যপন্থী আন চোল-সু। কূটনীতিকরা বলছেন, মুনের জয়ে উত্তর কোরিয়ার সঙ্গে রসায়ন বদলাতে পারে দক্ষিণের। কারণ, পিয়ংইয়ংয়ের উপর চাপ বাড়ানো বা আর্থিক নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কিম জং উনের সঙ্গে আলেচনার পথ মসৃণ করতে চায় মুনের দল ডেমোক্র্যাটিক পার্টি অব কোরিয়া। আবার এই কারণেই তাঁকে ‘পিংয়ংইয়ং-সমর্থক বামপন্থী’ বলে ভোট না দেওয়ার আর্জি জানিয়েছিলেন প্রাক্তন প্রসিডেন্টের দল লিবার্টি কেরিয়ান পার্টির প্রার্থী হং জুন-পিও। তবে তাতে ফল বিশেষ হয়নি। এক্সিট পোল বলছে, ‘জাতীয় স্বার্থ সবার আগে’ এই বার্তা দিয়ে নির্বাচনী প্রচার চালানো মুনের সমর্থকদের একটা বড় অংশই দেশের যুবসমাজ।

প্রেসিডেন্ট নির্বাচন সরকারি ছুটির দিন দক্ষিণ কোরিয়ায়। সকাল ছ’টা থেকেই ভোট শুরু হয়েছে ১৪ হাজার ভোটকেন্দ্রে। ৩৩০টি ভোটকেন্দ্রে ৮৯ হাজার ভোটাদাতার রায়ের উপর নজর রাখছে দেশের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেল। তাদের সমীক্ষাই বলছে, ৪১.৪ শতাংশ ভোট পেয়েছেন মুন। তাঁর প্রধান দুই প্রতিপক্ষ রক্ষণশীল হং জুন পিও পেয়েছেন ২৩.৩ শতাংশ ও আন চোল-সু ২১.৮ শতাংশ ভোট। এই ডামাডোলের মধ্যে কোথায় প্রাক্তন প্রেসিডেন্ট? সংবাদমাধ্যম জানাচ্ছে, তিনি জেলেই সময় কাটাচ্ছেন। ভোট দেবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE