Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ব্ল্যাকমেল নয়, কথা চাই, দাবি মাদ্রিদের

এ দিন একটি বিবৃতি দিয়ে মাদ্রিদ বলে, ‘স্পেন সরকারের সঙ্গে কোনও আলোচনা করার আগে আইনের পথ ধরতে হবে পুইদমঁকে। যে ভাবে তিনি স্পেনের রাজার সমালোচনা করেছেন, তা থেকেই স্পষ্ট, বাস্তবের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর।’

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ০২:২৬
Share: Save:

চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে ক্যাটালনিয়াকে স্বাধীন ঘোষণা করা হবে বলে সংবাদমাধ্যমে সরাসরি জানিয়েছিলেন স্পেনের ওই স্বায়ত্তশাসিত প্রদেশের প্রেসিডেন্ট কার্ল পুইদমঁ। বৃহস্পতিবার মাদ্রিদ তার জবাব দিয়ে জানাল, এই ধরনের ‘ব্ল্যাকমেল’ তারা মেনে নেবে না।

এ দিন একটি বিবৃতি দিয়ে মাদ্রিদ বলে, ‘স্পেন সরকারের সঙ্গে কোনও আলোচনা করার আগে আইনের পথ ধরতে হবে পুইদমঁকে। যে ভাবে তিনি স্পেনের রাজার সমালোচনা করেছেন, তা থেকেই স্পষ্ট, বাস্তবের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর।’

স্বাধীনতার প্রশ্নে গত রবিবার গণভোট করছিল ক্যাটানলিয়া।কিন্তু স্পেনের একটি আদালতের ভোট রদ করার নির্দেশ বহাল করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে স্বাধীনতা-সমর্থকদের। নিজেদের অবস্থানে যে তারা অনড়, এ দিনের বিবৃতিতে তা ফের এক বার জানিয়ে দিল স্পেন।

এ দিকে ক্যাটালনিয়ার নিজে নিজে স্বাধীনতা ঘোষণা করা নিয়ে চিন্তিত সেখানকার ব্যবসায়ী মহল। ওই প্রদেশ থেকে তাদের সদর দফতর সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই বৈঠকের ডাক দিয়েছে স্পেনের কয়েকটি ব্যাঙ্ক। গত কালই এই ক্যাটালন-আন্দোলনকে বেআইনি বলেছে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE