Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Smoking

ধূমপানে কী ভাবে ক্ষতি হয় ফুসফুসের? দেখাল শিল্পকলা..

সিগারেটের টান আমাদের শ্বাসযন্ত্র ফুসফুসের ঠিক কতটা ক্ষতি করে, সেটাই শিল্পকলার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন এক শিল্পী।

ধূমপানের সময় এভাবেই ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। ছবি দিনো টমিচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

ধূমপানের সময় এভাবেই ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। ছবি দিনো টমিচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৯:২১
Share: Save:

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সতর্কবার্তা আমরা সকলেই ছোটবেলা থেকেই শুনে আসছি। সিগারেট ধরানোর আগে ক’জন এই সতর্কবার্তা মাথায় রাখে চলি? সিগারেটের টান আমাদের শ্বাসযন্ত্র ফুসফুসের ঠিক কতটা ক্ষতি করে, সেটাই শিল্পকলার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন এক শিল্পী। তাঁর শিল্পকলার সেই ভিডিয়ো ফের ভাইরাল হল নেট দুনিয়ায়।

নরওয়ের ট্যাটু শিল্পী দিনো টমিচ। ধূমপানের কবল থেকে সাধারণ মানুষকে বিরত করা তাঁর জীবনের অন্যতম ব্রত। সেই লক্ষ্যেই তিনি তৈরি করেছেন এক বিশেষ শিল্পকলা, যার মাধ্যমে তিনি দেখিয়েছেন ধূমপানের ফলে আমাদের ফুসফুসের অবস্থা ঠিক কী রকম হয়।

সম্প্রতি সেই শিল্পকলার ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি লোক দেখেছেন সেটি।

আরও পড়ুন: মার্স ইনসাইটের সফল উৎক্ষেপণের পর নাসার বিজ্ঞানীদের করা ‘সেলিব্রেশন’-এর ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বারুদ দিয়ে তৈরি ওই ফুসফুস সিগারেটের ছোঁয়া পেয়েই জ্বলতে শুরু করল। এ ভাবে পুড়ে ঝাঁঝরা হয়ে গেল ফুসফুসটি।

Gun Powder : Burning Lungs I remember when i was a small kid and my mother/ father / grandmother or anyone for that matter would smoke next to my little brother and sister i would get med and upset and try to take their cigarettes away i would scream at them and not talk to them for days. When ever i would find a cigarette pack i would hide it and pretend i did not know where it was. They all quit smoking after they have seen how much effort their little kid made to prevent them from smoking - i was that kinda kid. Smoking is the largest cause of preventable death in the world. To all you young kids out there : smoking is not cool and it never was and it never will be. It will only bring you harm ! Be smart and use the money for something else It has ben over 1year ago when I last shared this piece and I still see this piece getting reshared over and over again on countless pages weekly =) so crazy that my work has reached so many and that so many of you appreciate it =) thank you all so much!

A post shared by Dino Tomic (@dinotomic) on

এই শিল্পকলা তৈরির পেছনে যে গল্প তাও বলেছেন টমিচ। তিনি বলেছেন, ‘‘ছোটবেলায় আমার ছোট্ট ছোট্ট ভাইবোনের সামনে পরিবারের কেউ সিগারেট খেলে খুব অস্বস্তি বোধ করতাম। হতাশ হয়ে যেতাম এই ঘটনায়। তখন পরিবারের লোকের উপর আমি চিত্কার করতাম। কয়েকদিন তাঁদের সঙ্গে কথা পর্যন্ত বলতাম না।’’

ছোটবেলায় তাঁর সেই খারাপ লাগা তিনি পরের প্রজন্মকে দিয়ে যেতে চান না। সে জন্যই তাঁর এই সৃষ্টি। তাঁর মতে, সিগারেট খাওয়া মোটেও ‘স্মার্ট’ কাজ নয়। তাই সিগারেটের পেছনে টাকা নষ্ট না করে সে টাকাকে অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ইলেকট্রিক শক, যৌনাঙ্গে যন্ত্র ঢুকিয়ে অত্যাচার, কান্নায় ভেঙে পড়লেন মিহিরগুল

আজ থেকে প্রায় এক বছর আগে প্রথম প্রকাশ হয়েছিল এই শিল্পকলাটি। আরও বেশি লোকের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ফের ভিডিয়োটি প্রকাশ করেছেন তিনি।

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dino Tomic Gun Powder Art Viral Video Smoking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE