Advertisement
২৭ এপ্রিল ২০২৪

চিনে ছবির প্রচারে বাধা আমিরকে

‘থ্রি ইডিয়ট‌স’ থেকে শুরু। তারপর ‘সিক্রেট সুপারস্টার’ থেকে ‘দঙ্গল’, বলিউড তারকা আমির খানের প্রায় প্রত্যেকটি ছবিই ঝড় তুলেছে চিনের বক্স অফিসে। এ বার ‘ঠগস অব হিন্দোস্তান’-এর ভাগ্য পরীক্ষা করতে চিনে গিয়েছেন আমির। ছবিটি ভারতে একেবারেই ভাল ব্যবসা করতে পারেনি।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:০০
Share: Save:

‘থ্রি ইডিয়ট‌স’ থেকে শুরু। তারপর ‘সিক্রেট সুপারস্টার’ থেকে ‘দঙ্গল’, বলিউড তারকা আমির খানের প্রায় প্রত্যেকটি ছবিই ঝড় তুলেছে চিনের বক্স অফিসে। এ বার ‘ঠগস অব হিন্দোস্তান’-এর ভাগ্য পরীক্ষা করতে চিনে গিয়েছেন আমির। ছবিটি ভারতে একেবারেই ভাল ব্যবসা করতে পারেনি। তবে চিনা জনতা তাঁকে ফেরাবে না, হয়তো সেই আশাতেই বুক বেঁধেছিলেন তারকা। কিন্তুও সেখানেও মন্দ ভাগ্যের শিকার হলেন তিনি। মাত্র কয়েক ঘণ্টা আগে হঠাৎ বাতিল করা হল প্রচার অনুষ্ঠান।

মঙ্গলবার দক্ষিণ চিনের উয়াংডোং বিশ্ববিদ্যালয়ে ছবির প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে চত্বরে হাজির হন আমির অনুরাগীরাও। কিন্তু হঠাৎ সেই অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, ওই দিন আমির যে ওখানে আসবেন তা ঘুণাক্ষরেও জানতেন না তাঁরা। কর্তৃপক্ষের দাবি, কয়েক ঘণ্টা আগেই পড়ুয়াদের মারফত বিষয়টি কানে এসেছে তাঁদের। আগে থেকে অনুমতি না নেওয়ায় এখানে ওই অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দেন তাঁরা। কর্তৃপক্ষের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত অনুগামীরা।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মী সংবাদমাধ্যমকে জানান, ‘‘সোশ্যাল মিডিয়া থেকেই পড়ুয়ারা প্রথম আমিরের আসার কথা জানতে পেরেছেন। এবং তাঁদের থেকে আমরা।’’ এর পর অনুষ্ঠানের ঘণ্টাখানেক আগেই এক তরফা ভাবেই তা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেন কর্তৃপক্ষ। এই ভুল বোঝাবুঝির জন্য উদ্যোক্তারাই দায়ী বলে দাবি করেছেন ওই কর্মী। যদিও পুরোপুরি নিরাশ হতে হয়নি ভক্তকূলকে। পরে ক্যাম্পাসের কাছাকাছি একটি হোটেলে সুষ্ঠু ভাবেই ছবির প্রচার সারেন আমির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Bollywood Aamir Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE