Advertisement
২৭ এপ্রিল ২০২৪
international news

ঘরের সদস্যদের থেকেই করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি, বলছে সমীক্ষা

গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি)’-র জার্নালে। গত ১৬ জুলাই।

করোনা পরিস্থিতিতে ঘরবন্দি। ছবি- শাটারস্টকের সৌজন্যে।

করোনা পরিস্থিতিতে ঘরবন্দি। ছবি- শাটারস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ১৭:০৯
Share: Save:

বহিরাগতদের চেয়ে ঘরের লোকজনের থেকেই করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি। এমনটাই দাবি দক্ষিণ কোরীয় গবেষকদের। তাঁরা দেখেছেন, প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দু’জন সংক্রমিত হচ্ছেন বাইরে থেকে আসা লোকজনের মাধ্যমে। আর প্রতি ১০ জনে ১ জন সংক্রমিত হচ্ছেন নিজের বাড়ির লোকজনের থেকে।

সমীক্ষা-সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি)’-র জার্নালে। গত ১৬ জুলাই।

গব‌েষকরা জানিয়েছেন, তাঁরা এমন ৫ হাজার ৭০৬ জনকে পরীক্ষা করেছেন যাঁরা রক্তপরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছিলেন। তাঁরা পরীক্ষা করেছেন আরও ৫৯ হাজার জনকে যাঁরা ওই সাড়ে ৫ হাজার সংক্রমিত মানুষের সংস্পর্শে এসেছিলেন।

গবেষকরা এও দেখেছেন, ঘরের বাইরে গিয়ে করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত‌্যু হয়েছে, তাঁদের গড় বয়সের চেয়ে ঘরের লোকজনের থেকে ঘরেই সংক্রমিত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের গড় বয়স বেশি।

আরও পড়ুন: নিশ্চিন্ত থাকা যাবে না কোভিড সেরে গেলেও

আরও পড়ুন: পুরনো রূপেই ফিরল নতুন পর্বের লকডাউনের নিয়ন্ত্রণবিধি

এটা কেন হচ্ছে? তারও ব্যাখ্যা দিয়েছেন ‘কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (কেসিডিসি)’-র অধিকর্তা ও গবেষকদলের অন্যতম সদস্য জিওং ইয়ুং-কেওন।

তিনি বলেছেন, ‘‘বাড়িতে প্রবীণদেরই বেশি অন্যের সাহায্য লাগে, সাহচর্য লাগে। তাই বাড়ির লোকজনের সংস্পর্শে তাঁরাই অন্যদের চেয়ে বেশি আসেন।’’

গবেষকদের আরও দাবি, প্রবীণদের চেয়ে শিশুরাই বেশি সংখ্যায় উপসর্গহীন হয়ে করোনা আক্রান্ত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coronavirus covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE