Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International News

বাঘের মুখ থেকে ফিরে এল পরিবার

বাচ্চাকে নিয়ে সবে গাড়ি থেকে নেমে রাস্তার ধারে ঘাসজমিতে পা রেখেছিলেন স্বামী-স্ত্রী। হঠাৎ খেয়াল করলেন, পিছন থেকে তাঁদের লক্ষ্য করে ছুটে আসছে দু-দু’টো চিতাবাঘ! সোমবার গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন পিছনের গাড়িতে থাকা অন্য এক পর্যটক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০২:৪৮
Share: Save:

অভয়ারণ্যের মাটিতে পা ফেলার অনুমতি নেই কারও। নেমে যে কী ভুল করেছেন, তা ভালই টের পেলেন নেদারল্যান্ডসে্‌র ‘বিকসে বার্জেন সাফারি পার্ক’-এ ঘুরতে আসা এক ফরাসি পরিবার।

বাচ্চাকে নিয়ে সবে গাড়ি থেকে নেমে রাস্তার ধারে ঘাসজমিতে পা রেখেছিলেন স্বামী-স্ত্রী। হঠাৎ খেয়াল করলেন, পিছন থেকে তাঁদের লক্ষ্য করে ছুটে আসছে দু-দু’টো
চিতাবাঘ! সোমবার গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন পিছনের গাড়িতে থাকা অন্য এক পর্যটক। ঘাবড়ে গিয়ে ছুটতে শুরু করেন স্বামী। মহিলা তুলনায় মাথা ঠান্ডা রেখে তড়িঘড়ি সন্তানকে কোলে নিয়ে নেন। তার পর ধীর পায়ে হেঁটে গাড়ির দিকে এগিয়ে যান তিনি। সামনেই তখন ফুঁসছে চিতাবাঘ।

গোটা ঘটনাটি জানাজানি হওয়ার পরে সাফারি পার্ক কর্তৃপক্ষ বলেন, ‘‘পর্যটকদের বারবার করে গাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়। ভাগ্য ভাল ওরা চিতাবাঘের মুখ থেকে ফিরে আসতে পেরেছে।’’ শুক্রবার ইউটিউবে আপলোড হওয়ার পর, প্রায় ২০,০৫০ কোটি বার দেখা হয়ে গিয়েছে ভিডিয়োটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE