Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বন্দুকবাজের হানায় নিহত এক, আহত ১২ নিউ ইয়র্কে

এই ঘটনার পিছনে এখনও জঙ্গিযোগের কোনও খবর নেই। হামলার কারণ খুঁজতে জোরদার তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০১:১৬
Share: Save:

ফের বন্দুকবাজের হানা মার্কিন মুলুকে। এ বার নিউ ইয়র্কের ব্রুকলিনে। ঘটনায় দুষ্কৃতী-সহ নিহত দুই, আহত অন্তত ১২। যাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় শনিবার রাতে, পূর্ব ব্রুকলিনের ব্রাউন্সভিলের একটি পার্কে স্থানীয়েরা ঘরোয়া অনুষ্ঠান উপলক্ষে একজোট হয়েছিলেন। শান্তিপূর্ণ ভাবে চলছিল অনুষ্ঠান। হঠাৎই সেখানে বছর আটত্রিশের এক ব্যক্তি এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। পুলিশ এসে পাল্টা গুলি চালায়। সরাসরি আততায়ীর মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় সে।

এই ঘটনার পিছনে এখনও জঙ্গিযোগের কোনও খবর নেই। হামলার কারণ খুঁজতে জোরদার তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ। কাল রাতেই এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ব্রাউন্সভিলের মেয়র বিল দে-ব্লাসিয়ো টুইট করেন, ‘‘পাড়ার একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানে এমন হামলায় আমি মর্মাহত। তবু আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।’’

ব্রাউন্সভিলে এমন ঘটনা কিন্তু এই প্রথম নয়। সম্প্রতি গোটা দেশ জুড়েই বন্দুকবাজের দাপট বাড়ছে। কালকের ঘটনার পর-পরই ফের তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মার্কিন নাগরিকদের একটা বড় অংশ। হামলার পরে আহতদের স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়ার ভিডিয়োও অনেকে পোস্ট করেছেন। বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে সওয়াল করে সেনেটর রোক্সান জে টুইট করেন, ‘‘আবার কাঁদছে আমার শহর। এটা মেনে নেওয়া যায় না। খোলা আকাশের নীচে নির্ভয়ে একটু আনন্দ করব— সেটাও কেন নিশ্চিত করা যাচ্ছে না?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Violence Gunman Attack New York
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE