Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, টেক্সাসে উদ্ধার জন্মসূত্রে ভারতীয় দম্পতির দেহ

‘সুগার ল্যান্ড’ শহরতলির পেন্ডারগ্রাসে যে অ্যাপার্টমেন্টে থাকতেন শান্তি ও শ্রীনিবাস, সেখান থেকে গুলির শব্দ শুনে প্রতিবেশীরা সোমবার ভোরে পুলিশে খবর দেন। সেখানে গিয়ে শান্তি ও শ্রীনিবাসের দেহ উদ্ধার করে পুলিশ।

স্বামী, স্ত্রী শ্রীনিবাস ও শান্তি নাকিরেকান্তি।- ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

স্বামী, স্ত্রী শ্রীনিবাস ও শান্তি নাকিরেকান্তি।- ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

সংবাদ সংস্থা
হিউস্টন শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৬
Share: Save:

তেলুগুভাষী এক দম্পতির মৃতদেহ উদ্ধার হল টেক্সাসের একটি বর্ধিষ্ণু শহরতলিতে তাঁদের অ্যাপার্টমেন্ট থেকে। পুলিশ জানাচ্ছে, ওই দম্পতির নাম শ্রীনিবাস নাকিরেকান্তি ও শান্তি নাকিরেকান্তি। ৫১ বছর বয়সী শ্রীনিবাস গুলি করে খুন করেন তাঁর স্ত্রী শান্তিকে। তার পর আত্মঘাতী হন শ্রীনিবাস। টেক্সাসে একটি শক্তি সংস্থার অধিকর্তার পদে চাকরি করতেন শ্রীনিবাস। শান্তি ছিলেন কম্পিউটার প্রোগ্রামার। দু’জনেই ছিলেন মার্কিন নাগরিক। তেলুগুভাষী শান্তি ও শ্রীনিবাসের আদত বাড়ি অন্ধ্রপ্রদেশে।

‘সুগার ল্যান্ড’ শহরতলির পেন্ডারগ্রাসে যে অ্যাপার্টমেন্টে থাকতেন শান্তি ও শ্রীনিবাস, সেখান থেকে গুলির শব্দ শুনে প্রতিবেশীরা সোমবার ভোরে পুলিশে খবর দেন। সেখানে গিয়ে শান্তি ও শ্রীনিবাসের দেহ উদ্ধার করে পুলিশ। শান্তির মাথায় বুলেটের ক্ষত মিলেছে। অ্যাপার্টমেন্টের ড্রাউভওয়েতে পড়ে থাকতে দেখা যায় শান্তির দেহ। অ্যাপার্টমেন্টের বেডরুম থেকে উদ্ধার করা হয় শ্রীনিবাসের দেহ। তাঁর বুকে গুলির ক্ষত পাওয়া গিয়েছে। তাঁর দেহের কাছেই পড়ে থাকতে দেখা গিয়েছে একটি হ্যান্ড গান।

প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত, স্ত্রী শান্তিকে খুন করেই আত্মঘাতী হয়েছেন শ্রীনিবাস। ঘটনার সময় শান্তি ও শ্রীনিবাসের ১৬ বছর বয়সী মেয়ে ঘুমোচ্ছিলেন তাঁর বেডরুমে। প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ওই অ্যাপার্টমেন্টে পৌঁছে কলিং বেল বাজালে দরজা খুলে দেন শান্তি-শ্রীনিবাসের মেয়ে। দরজা খুলেই তিনি পুলিশকে বলেন, ‘‘বাবা ওঁর ঘরের দরজা খুলছেন না সকাল থেকে।’’ শান্তি-শ্রীনিবাসের একটি ছেলেও রয়েছে। তাঁর বয়স ২১ বছর। তিনি পড়েন টেক্সাস বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন- চুল ছোট বলে পড়ুয়াকে ক্ষেপাচ্ছিল সহপাঠীরা, পাশে দাঁড়াতে চুল কেটে ফেললেন শিক্ষিকাও​

আরও পড়ুন- অতীত হয়ে গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঐতিহাসিক চুম্বনের নায়কও​

সুগার ল্যান্ড সিটি পুলিশের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটা খুন ও আত্মহত্যার ঘটনা। তবে আরও তদন্ত হচ্ছে।’’

ঘটনার আগের দিন শ্রীনিবাসের পাঠানো একটি ই-মেল মেসেজ তাঁর বন্ধুরা পুলিশকে দেখিয়েছেন। সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE