Advertisement
০৮ মে ২০২৪

ঘুরে দাঁড়ানোর যুদ্ধে পাশে থাকবে ভারত

ভূমিকম্প-বিধ্বস্ত নেপালকে নতুন করে নির্মাণ করার জন্য সাহায্যের প্রতিশ্রুতি দিল ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র জানান, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও অন্য আধিকারিকদের সঙ্গে ভূমিকম্প-পরবর্তী নির্মাণকাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

কপ্টারে ত্রাণ নিয়ে হাজির ভারতীয় বায়ুসেনা। নেপালের লিস্তি গ্রামে। বুধবার। ছবি: পিটিআই।

কপ্টারে ত্রাণ নিয়ে হাজির ভারতীয় বায়ুসেনা। নেপালের লিস্তি গ্রামে। বুধবার। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
কাঠমান্ডু শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০৩:১৯
Share: Save:

ভূমিকম্প-বিধ্বস্ত নেপালকে নতুন করে নির্মাণ করার জন্য সাহায্যের প্রতিশ্রুতি দিল ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র জানান, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও অন্য আধিকারিকদের সঙ্গে ভূমিকম্প-পরবর্তী নির্মাণকাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। কথা বলেছেন সে দেশের অর্থমন্ত্রী রামশরণ মহতের সঙ্গেও। তিনি জানিয়েছেন, ২০০১ সালে গুজরাত ভূমিকম্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নেপালকে যতটা সম্ভব সাহায্য করবে ভারত।

দু’দিনের নেপাল সফর সেরে বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পি কে মিশ্র আরও জানালেন, নেপালের হাজার হাজার মানুষ এখন ঘরছাড়া। তাঁদের জন্য নতুন আশ্রয় নির্মাণ করতে হবে প্রশাসনকে। আর এই সুযোগে নেপাল সরকার নতুন করে দেশটাকে গড়ে তুলতে পারবে। সাধারণ মানুষের সুযোগ-সুবিধার দিকে আরও বেশি করে নজর দিয়ে এই নির্মাণ কাজ করা হবে। আপাতত, বর্ষা এসে যাওয়ার আগেই মানুষের মাথা বাঁচানোর প্রাথমিক আশ্রয় তৈরি করা দরকার বলেও জানিয়েছেন তিনি।

পি কে মিশ্রের কথায়, ‘‘ভূমিকম্পে গুঁড়িয়ে যাওয়ার চার-পাঁচ বছরের মধ্যে গুজরাতকে দাঁড় করাতে পেরেছিলাম আমরা। সে
ভাবেই নেপালকেও সাহায্য করব আমরা।’’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও
এক বার নেপাল সফরে আসতে চান। প্রতিবেশী রাষ্ট্রের পাশে থাকাটাই মোদী সরকারের অন্যতম অগ্রাধিকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE