Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারকে বলি দিল তান্ত্রিক

দক্ষিণ আফ্রিকায় মধ্যযুগীয় কুসংস্কারের বলি হলেন ভারতীয় বংশোদ্ভূত এক প্রতিবন্ধী ক্রিকেটার। ধর্মীয় রীতি পালনের দোহাই দিয়ে তাঁর শিরশ্ছেদ করল দুই ব্যক্তি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ১৫:০৪
Share: Save:

দক্ষিণ আফ্রিকায় মধ্যযুগীয় কুসংস্কারের বলি হলেন ভারতীয় বংশোদ্ভূত এক প্রতিবন্ধী ক্রিকেটার। ধর্মীয় রীতি পালনের দোহাই দিয়ে তাঁর শিরশ্ছেদ করল দুই ব্যক্তি। অভিযোগ নওয়াজ খান নামের ওই ক্রিকেটারকে ভুলিয়ে ভালিয়ে তাঁরই বন্ধু থানদোওয়াখে দুমা একটি জঙ্গলে টেনে নিয়ে যায়। সেখানে এর ‘তান্ত্রিকের’ সঙ্গে মিলে নওয়াজকে আক্রমণ করে সে। ধারালো ছুরি দিয়ে তারা নওয়াজের গলা কেটে নেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিস।

গ্রেফতার হওয়ার পর পুলিসি জেরায় নিজের দোষ কবুল করে নিয়েছে দুমা। জানিয়েছে, কদিন ধরেই বিভিন্ন সমস্যায় ভুগছিল সে। সমস্যা কাটাতে এক আদিবাসী বৈদ্যের শরণাপন্ন হয় সে। সেই বৈদ্যই নিদান দেয়, মানুষের কাটা মুণ্ডু দুমার সব সমস্যার সমাধান করতে পারে।

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ষসেরা মানসিক প্রতিবন্ধী করিকেটারের সম্মান পেয়ে ছিলেন নওয়াজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south africa, traditional healer, beheaded, cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE