Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কাশ্মীর নিয়ে একহাত পাকিস্তানকে

এ বার রাষ্ট্রপুঞ্জের মঞ্চ। পাকিস্তানকে সতর্ক করে জম্মু- কাশ্মীর নিয়ে নিজেদের অন়ড় অবস্থানের কথা আরও এক বার স্পষ্ট করল ভারত। দিল্লির দাবি, ‘‘জম্মু-কাশ্মীর ভারতেরই অংশ। ইসলামাবাদ যতই ফাঁকা বুলি দিক না কেন, সত্যিটা কোনও ভাবেই পাল্টাবে না।’’

সন্দীপকুমার বায়াপু

সন্দীপকুমার বায়াপু

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০২:৩২
Share: Save:

এ বার রাষ্ট্রপুঞ্জের মঞ্চ। পাকিস্তানকে সতর্ক করে জম্মু- কাশ্মীর নিয়ে নিজেদের অন়ড় অবস্থানের কথা আরও এক বার স্পষ্ট করল ভারত। দিল্লির দাবি, ‘‘জম্মু-কাশ্মীর ভারতেরই অংশ। ইসলামাবাদ যতই ফাঁকা বুলি দিক না কেন, সত্যিটা কোনও ভাবেই পাল্টাবে না।’’

গত কাল রাষ্ট্রপুঞ্জে বিতর্কসভার বিষয় ছিল, যুদ্ধাপরাধ, গণহত্যা, জাতিনিধন কিংবা মানবাধিকার লঙ্ঘন রুখতে রাষ্ট্রের দায়িত্ব। আর সেই প্রসঙ্গে পাক রাষ্ট্রদূত ভূস্বর্গের কথা তুলতেই পাল্টা জবাব দেয় ভারত। পাক প্রতিনিধি মলিহা লোধি বলতে শুরু করেন, ‘‘কাশ্মীরিদের স্বাধীনতা এবং অধিকার ছিনিয়ে নিয়ে সেখানে গণহত্যা চালাচ্ছে ভারত।’’

তাঁর কথা শেষ হওয়ার আগেই মঞ্চে দাঁড়িয়ে পাল্টা তোপ দাগেন রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি সন্দীপকুমার বায়াপু। তিনি স্পষ্ট জানান, কাশ্মীরের মানুষের কথা পাকিস্তানকে ভাবতে হবে না। ভূস্বর্গ ভারতেরই। বরং, কাশ্মীর নিয়ে অনধিকার চর্চা করে রাষ্ট্রপুঞ্জের মূল্যবান সময় নষ্ট করছে ইসলামাবাদ।

শুধু পাকিস্তান নয়, কাল ভারত পরোক্ষে একহাত নিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকেও। ওই বিতর্কসভার প্রেক্ষিতেই রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন প্রশ্ন তোলেন, ‘‘গণহত্যা, জাতিনিধন কিংবা যুদ্ধাপরাধ রোখার ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্বপালনের কথা বলা হচ্ছে, নিরাপত্তা পরিষদ কি আদৌ তা এগিয়ে নিয়ে যেতে পারবে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE