Advertisement
২৭ এপ্রিল ২০২৪
longest fingernail

৬৬ বছর পর নখ কাটলেন বিশ্বের দীর্ঘতম নখের মালিক

পৃথিবীর দীর্ঘতম নখের মালিক ছিলেন তিনিই। সবগুলি নখ মেলালে যা দাঁড়ায় ন’ মিটার লম্বা।

নিউ ইয়র্কে শ্রীধর চিল্লাল। ছবি সৌজন্য- গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

নিউ ইয়র্কে শ্রীধর চিল্লাল। ছবি সৌজন্য- গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৫:৪৮
Share: Save:

হাতের নখ কাটাতে পুনে থেকে নিউ ইয়র্কে উড়ে গেলেন ৮২ বছরের বৃদ্ধ শ্রীধর চিল্লাল। তবে যে সে নখ নয়, শ্রীধর চিল্লাল নখের জন্যই বিশ্ব রেকর্ডের অধিকারী। এর আগে শেষ যখন নখ কেটেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর। অর্থাৎ তিনি নখ কাটেননি শেষ ৬৬ বছর।

পৃথিবীর দীর্ঘতম নখের মালিক ছিলেন তিনিই। সবগুলি নখ মেলালে যা দাঁড়ায় ন’ মিটার লম্বা। সব থেকে লম্বা নখ ছিল তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে।

২০১৬ সালেই তাঁর নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ। তবে নখের জন্য অনেক ভোগান্তিও ছিল তাঁর জীবনে। ঘুমোতে পারতেন না তিনি। পেশায় ছিলেন আলোকচিত্রী, সেই কাজও এক সময় নখের জন্য বন্ধ করে দিতে হয়েছিল তাঁকে। পরে ক্যামেরার জন্য বিশেষ হাতল বানিয়েছিলেন, যাতে এক হাতে ছবি তুলতে পারেন।

দেখে নিন তাঁর নখ কাটার ভিডিও

নিউইয়র্কে একটি বিশেষ অনুষ্ঠানে কাটা হয় তাঁর নখ। তবে তা ফেলে দেওয়া হচ্ছে না। বাঁ হাতের পাঁচটি নখই রাখা থাকবে নিউইয়র্কের ‘বিলিভ ইট অর নট’ জাদুঘরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE