Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

লন্ডনে পুড়ে ছাই ২৪ তলা বাড়ি, মৃত ৬, নিখোঁজ বহু

মঙ্গলবার স্থানীয় সময় রাত সওয়া ১টা নাগাদ ওই আগুন লাগে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে দমকলের ৪০টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছেন অন্তত ২০০ জন দমকলকর্মী।

লেলিহান শিখা গ্রাস করেছে গোটা বাড়িটিকে। ছবি: এএফপি

লেলিহান শিখা গ্রাস করেছে গোটা বাড়িটিকে। ছবি: এএফপি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০৯:২২
Share: Save:

শহরের মাঝের ২৪ তলা বহুতল। লকলকে আগুনের শিখা প্রায় গিলে খাচ্ছে গোটা বাড়িটাকেই। ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গিয়েছে চারদিক।

মঙ্গলবার গভীর রাতে পশ্চিম লন্ডনের ঘটনা। পুলিশ সূত্র খবর, এখানকার গ্রেনফেল টাওয়ারে স্থানীয় সময় রাত সওয়া ১টা নাগাদ আগুন লাগে। টাওয়ারের উপরের দিকে প্রথম আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত সেখান থেকে ছড়াতে থাকে আগুন। কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ আগুনের কবলে চলে যায় প্রায় গোটা বাড়িই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নামেন ২০০ জন দমকলকর্মী। ২০টি অ্যাম্বুলেন্সও পৌঁছায় ঘটনাস্থলে। সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: তুরস্ক, গ্রিসের দ্বীপে ভূমিকম্পে মৃত ১

গ্রেনফেল টাওয়ারটিতে রয়েছে মোট ১২০টি ফ্ল্যাট। দমকল সূত্রে খবর, আগুন ছড়িয়ে পড়ার আগেই বাহিনীর তৎপরতায় আটকে পড়া বেশ কিছু বাসিন্দাকে নীচের তলায় নামিয়ে আনা হয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল দফতরের অ্যাসিসট্যান্ট কমিশনার ড্যান ড্যালে জানান, সমস্ত এলাকাটা ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় আগুন নেভাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের। আরও দমকলকর্মী নিয়ে আসার ব্যবস্থা চলছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা সম্ভব হয়নি বলে জানান ড্যান।

দেখুন সেই ভয়াবহ ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE