Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রাউলের সঙ্গে কথা, আশাবাদী ওবামাও

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আজ হাভানার ‘প্যালেস অব রেভোলিউশন’-এ বৈঠক করলেন ফিদেল কাস্ত্রোর ভাই, প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। বৈঠক শুরুর আগে দুই রাষ্ট্রনেতাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাওয়া হয় দু’দেশের জাতীয় সঙ্গীতও। সব মিলিয়ে বলাই যায়, নতুন ইতিহাসের সূচিপত্রটুকু তৈরি হলো আজ।

বৈঠকের পরে রাউল কাস্ত্রো ও বারাক ওবামা। ছবি: রয়টার্স

বৈঠকের পরে রাউল কাস্ত্রো ও বারাক ওবামা। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
হাভানা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৩:৪৪
Share: Save:

কাঁধে কাঁধ।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আজ হাভানার ‘প্যালেস অব রেভোলিউশন’-এ বৈঠক করলেন ফিদেল কাস্ত্রোর ভাই, প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। বৈঠক শুরুর আগে দুই রাষ্ট্রনেতাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাওয়া হয় দু’দেশের জাতীয় সঙ্গীতও। সব মিলিয়ে বলাই যায়, নতুন ইতিহাসের সূচিপত্রটুকু তৈরি হলো আজ।

হলো কি? বৈঠকের পরে ওবামা সাংবাদিকদের আশ্বাসবাণী শোনান, কিউবার উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা নিশ্চয় উঠবে। তাঁর জমানায় না হলেও অদূর ভবিষ্যতে নিশ্চয় হবে। ইতিহাস বলছে, ফিদেলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই এ দেশের উপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। কার্যত মুখ দেখাদেখিই বন্ধ হয়ে যায় দু’দেশের। বিপ্লবের মাটিতে তাই পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলছে অচলাবস্থা। আজকের বৈঠকের পরে অবশ্য আশাবাদী দু’পক্ষই।

মার্কিন কূটনীতিকরা বলছেন, এত তাড়াতাড়ি সম্পর্ক স্বাভাবিক হবে না। ওবামা নিজেও তা জানেন। তবু ‘শত্রুতা’ ভুলে নতুন কিছু করার পক্ষপাতী মার্কিন প্রেসিডেন্ট। কিউবার প্রেসিডেন্টের সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তার একটা ইঙ্গিত সফরে আসার আগেই দিয়ে রেখেছিলেন ওবামা। বলেছিলেন দু’দেশের মধ্যে সম্পর্ক ফিরিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিক সংশোধন ও গণতান্ত্রিক অধিকার রক্ষার মতো বিষয় নিয়েও আলোচনা হবে।


জল ছপছপ। ওল্ড হাভানার রাস্তায় বারাক ওবামা। সঙ্গে স্ত্রী মিশেল।
সোমবার। ছবি: রয়টার্স

তবে ওবামা আজ এ-ও বলেছেন, ‘‘অনেকেই জিজ্ঞাসা করে, কিউবায় এত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। এ ব্যাপারে আমেরিকা চুপ কেন?’’ মার্কিন সংবাদমাধ্যমেরও প্রেসিডেন্ট কাস্ত্রোর উদ্দেশে প্রশ্ন ছিল, রাজনৈতিক বন্দিদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না? রাউলের পাল্টা জবাব, ‘‘অন্তত এক জন রাজনৈতিক বন্দির নাম বলুন। আজই তাঁকে মুক্তি দেব।’’ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমীক্ষা বলছে, ২০১৫-তেই ৭০ জনকে রাজনৈতিক বন্দি হিসেবে আটক করেছে রাউলের প্রশাসন।

বৃষ্টিভেজা হাভানায় আজ দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেশ ঘোরাঘুরি করেছেন বারাক। হেঁটেছেন ওল্ড হাভানার রাস্তায়, গিয়েছেন হাভানা মিউজিয়ামেও।

আর ফিদেল কাস্ত্রো? যাঁকে নিয়ে আমেরিকার এত মাথাব্যথা ছিল, সেই বিপ্লবী নেতার সঙ্গে দেখা করবেন না বারাক? ‘‘সফরসূচিতে নেই’’— বলেই পাশ কাটিয়েছেন ওবামা ঘনিষ্ঠ এক কূটনীতিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barack Obama Rahul Castro Cuba US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE