Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Saraswati Puja

স্কটল্যান্ডে বাঙালি কচিকাঁচাদের সরস্বতী পুজো

এডিনবরা সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে এ বছর থাকছে ছোটদের নাচ, গান, আবৃত্তি, নাটক এবং কুইজ।

স্কটল্যান্ডের পুজোয় কচিকাঁচারা। ছবি: পুজো উদ্যোক্তাদের সৌজন্যে।

স্কটল্যান্ডের পুজোয় কচিকাঁচারা। ছবি: পুজো উদ্যোক্তাদের সৌজন্যে।

সম্রাট ধর
এডিনবরা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৫
Share: Save:

স্কটল্যান্ডে সরস্বতী পুজো। তার আয়োজক আবার কচিকাঁচারাই। এমনকি যিনি পুজো করবেন, সেই পুরোহিতও এক জন পড়ুয়া।

গত বছর ওয়েলস দুর্গাপুজো কমিটি একটি সরস্বতী প্রতিমা উপহার দেয়। সেই যাত্রা শুরু স্কটল্যান্ডের রাজধানী শহর এডিনবরা সরস্বতী পুজোর। এ বারও সেখানকারপ্রবাসী বাঙালিদের সংগঠন ‘স্কটিশ অ্যাসোসিয়েশন অব বেঙ্গলি আর্টস অ্যান্ড সাংস্কৃতিক হেরিটেজ (সাবাশ)-এর উদ্যোগে সরস্বতী পুজো হচ্ছে। এডিনবরার ক্র্যামোন্ড কার্ক হলে ভিড় করবেন সকলে। সেখানেই পুজো হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

সরস্বতী পুজো মূলত কচিকাঁচা পড়ুয়াদের উৎসব। তাই পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাজসজ্জা ইত্যাদির দায়িত্বে ছোটরাই রয়েছে। তাদের সাহায্য করছেন বড়রা। গত বছরের মতো এ বছরও পৌরোহিত্যের দায়িত্বে রয়েছেনযিনি, সেই দেবার্ঘ্য চক্রবর্তী প্রথম বর্ষের ডাক্তারির ছাত্র।

আরও পড়ুন: এই শহরের কোনও রাস্তার নাম নেই, কেন জানেন?​

এডিনবরা সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে এ বছর থাকছে ছোটদের নাচ, গান, আবৃত্তি, নাটক এবং কুইজ। এ ছাড়াও হাতে আঁকা ছবি ও হস্তশিল্পের প্রদর্শনী থাকছে। ভোগ হিসাবে থাকছে সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE