Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আমেরিকাই জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে: মস্কো

সন্ত্রাস-দমনে নিষ্ক্রিয়তার অভিযোগে পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০ কোটি ডলার সাহায্য বাতিল করতে চাইছে পেন্টাগন। আর ঠিক তখনই রাশিয়া দাবি করল, সিরিয়ায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে চলেছে এই আমেরিকাই।

রাশিয়ার দাবি, সিরিয়ায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে চলেছে আমেরিকা। ছবি: রয়টার্স।

রাশিয়ার দাবি, সিরিয়ায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে চলেছে আমেরিকা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩৪
Share: Save:

চাপের মুখে আমেরিকাও।

সন্ত্রাস-দমনে নিষ্ক্রিয়তার অভিযোগে পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০ কোটি ডলার সাহায্য বাতিল করতে চাইছে পেন্টাগন। আর ঠিক তখনই রাশিয়া দাবি করল, সিরিয়ায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে চলেছে এই আমেরিকাই। কোথায়, কী ভাবে হামলা করতে হবে, সে সবও শেখানো হচ্ছে হাতে-কলমে। সিরিয়ার সরকারের তরফেই তারা এই তথ্য পেয়েছে বলে দাবি রুশ বিদেশ মন্ত্রকের। ওয়াশিংটন সরকারি ভাবে এখনও কোনও মন্তব্য করেনি।

শনিবার সকালে ঐতিহাসিক শহর পালমাইরায় সিরীয় বাহিনীর হাতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। গ্রেফতার এক। সেই জঙ্গিই জেরায় মার্কিন প্রশিক্ষণের কথা স্বীকার করেছে বলে দাবি বাশার আল-আসাদ সরকারের। আল তানফে মার্কিন সেনাজোটের যে ঘাঁটি রয়েছে, সেখানেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে দাবি ধৃতের। নিজেকে ‘দ্য লায়ন্স অব ইস্ট আর্মি’ সংগঠনের সদস্য বলে স্বীকার করেছে সে। জানিয়েছে, সেখানে ৫০০ জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিয়মিত অস্ত্রের জোগানও দিয়েছে মার্কিন সেনা। মস্কোর দাবি, পালমাইরা পুনর্দখলের লক্ষ্যে জঙ্গিরা ধারাবাহিক হামলার ছক কষছে। রাকা এবং দেইর-আল জর থেকে কয়েক হাজার ঘরছাড়া এখনও রুকবান উদ্বাস্তু শিবিরে রয়েছেন। এই শিবিরের কাছেই মার্কিন সেনাঘাঁটি। কিন্তু তারাও নীরব, দাবি মস্কোর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE