Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Viral video

মা কাছে না থাকলেও আর কাঁদছে না শিশু, সমাধান খুঁজে বের করেছেন জাপানি দম্পতি

জাপানের এক ব্যক্তি তাঁর সান্টো নেজি নামে টুইটার হ্যান্ডলে তিনটি ছবি ও একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দেখিয়েছেন, কী ভাবে মা শিশুটির ঘর থেকে বেরিয়ে গেলেও আর কাঁদছে না তাঁদের সন্তান।

সন্তানকে চুপ করানোর নতুন পদ্ধতি। ছবি: টুইটার থেকে নেওয়া।

সন্তানকে চুপ করানোর নতুন পদ্ধতি। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
টোকিও শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৮:১০
Share: Save:

বাচ্চারা মা-বাবাকে দেখতে না পেলেই কাঁদতে শুরু করে। এটা সবার ক্ষেত্রেই কম বেশি সমান। কিন্তু জাপানের এক দম্পতি এর একটি ‘ট্রিকি’ সমাধান বের করেছেন। এখন শিশুটির মা কাছে না থাকলেও কাঁদে না।

জাপানের এক ব্যক্তি তাঁর সান্টো নেজি নামে টুইটার হ্যান্ডলে তিনটি ছবি ও একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দেখিয়েছেন, কী ভাবে মা শিশুটির ঘর থেকে বেরিয়ে গেলেও আর কাঁদছে না তাঁদের সন্তান।

আসলে ওই দম্পতি, শিশুটির মায়ের প্রমান সাইজের কাট আউট বানিয়ে ফেলেছেন। ফলে মহিলা না থাকলে তাঁর কাট আউট দাঁড়ি করিয়ে দেওয়া হয়। ফলে শিশুটি ভাবে তার মা পিছনেই দাঁড়িয়ে আছে, তাকে নজর রাখছে। তাই সে আর কাঁদে না। নিজের মনে খেলা করে যায়।

শিশুটির বাবা একটি ভিডিয়ো আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শিশুটির ঘর থেকে কী ভাবে চুপি চুপি বেরিয়ে যাওয়ার আগে তার মা নিজের কাট আউটটি সামনে এনে, দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। শিশুটি ঘুরে তার মাকে দেখার চেষ্টা করছে। আর কাট আউটটি দেখে ফের খেলার মত্ত হয়ে যাচ্ছে।

এছাড়া আরও একটি কাট আউট বানিয়েছেন ওই দম্পতি। অন্য কাট আউটে দেখা যাচ্ছে শিশুটির মা মেঝেতে বসে রয়েছে। সেটিও একটি ঘরে রাখা হয়েছে। শিশুটি যদি সেই ঘরে যায়, সেখানেও যাতে মাকে দেখতে পায়।

যথারীতি এই ছবি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আট ডিসেম্বর আপলোড হওয়া এক মিনিটের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ২১ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে মজার সব কমেন্ট পড়তে শুরু করেছে।

আরও পড়ুন: নতুন বছর থেকেই বেশ কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ

আপনিও চাইলে এই আইডিয়া প্রয়োগ করে দেখতে পারেন। আর যাঁদের ছোট শিশু মাকে না দেখলেই কাঁদে তাঁদেরকে এই ট্রিক শেয়ার করে জানিয়ে দিতে পারেন।

দেখুন সেই ছবি, ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Japan Baby Child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE