Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Lifestyle News

কী ভাবে তৈরি হয় ভারতের বিভিন্ন প্রদেশের বিরিয়ানি

বিরিয়ানির জাদুতে মজে আট থেকে আশি। কিন্তু কোথা থেকে এল এমন মন ভাল করে দেওয়া খাবারটি? কী ভাবেই বা বিরিয়ানির নাম বিরিয়ানি হল? তার খোঁজ রাখেন না অনেকেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১২:৩৬
Share: Save:
০১ ১৫
মোঘলাই বিরিয়ানি: <br> 
মুঘল সম্রাটদের বদান্যতায় মোঘলাই বিরিয়ানির জন্ম হয়েছে এ দেশে। রয়্যাল টেস্ট বোধহয় একেই বলে। বিরিয়ানির <br> রাজা বলা যায় মুঘল বিরিয়ানিকে। সরু চালের ভাত, রেওয়াজি খাসি বা বিফ, <br> মন মাতাল করা গন্ধের কেওড়া আর গোলাপ জলের অপরূপ মেল বন্ধন।

মোঘলাই বিরিয়ানি: <br> মুঘল সম্রাটদের বদান্যতায় মোঘলাই বিরিয়ানির জন্ম হয়েছে এ দেশে। রয়্যাল টেস্ট বোধহয় একেই বলে। বিরিয়ানির <br> রাজা বলা যায় মুঘল বিরিয়ানিকে। সরু চালের ভাত, রেওয়াজি খাসি বা বিফ, <br> মন মাতাল করা গন্ধের কেওড়া আর গোলাপ জলের অপরূপ মেল বন্ধন।

০২ ১৫
হায়দরাবাদি বিরিয়ানি: <br> 
অউরঙ্গজেব সিংহাসনে বসে নিজা-উল-মুলককে হায়দরাবাদের নিজাম নিযুক্ত করেন। তাঁর রাঁধুনি ছিলেন <br> বিরিয়ানি রান্নায় পটু। প্রায় ৫০ রকম বিরিয়ানি বানাতে পারতেন তিনি। তবে এই বিরিয়ানির ‘ইউএসপি’ <br> ছিল বিভিন্ন ধরনের মাংস। মাছ, চিংড়ি, হরিণ, খরগোশের মাংস দিয়ে দুর্দান্ত বিরিয়ানির পদ <br> রান্না হত নিজাম মহলে। সঙ্গে থাকত মিঠে আতরের সুবাস, কেশর আর জাফরানের নিখাদ প্রেম।

হায়দরাবাদি বিরিয়ানি: <br> অউরঙ্গজেব সিংহাসনে বসে নিজা-উল-মুলককে হায়দরাবাদের নিজাম নিযুক্ত করেন। তাঁর রাঁধুনি ছিলেন <br> বিরিয়ানি রান্নায় পটু। প্রায় ৫০ রকম বিরিয়ানি বানাতে পারতেন তিনি। তবে এই বিরিয়ানির ‘ইউএসপি’ <br> ছিল বিভিন্ন ধরনের মাংস। মাছ, চিংড়ি, হরিণ, খরগোশের মাংস দিয়ে দুর্দান্ত বিরিয়ানির পদ <br> রান্না হত নিজাম মহলে। সঙ্গে থাকত মিঠে আতরের সুবাস, কেশর আর জাফরানের নিখাদ প্রেম।

০৩ ১৫
কলকাতা বিরিয়ানি: <br> 
১৮৫৬ সালে কলকাতায় আসলেন ওয়াজেদ আলি শাহ। যেন সঙ্গে করে নিয়ে এলেন কলকাতার প্রাণ ভোমরাকে। <br> মুঘল আর হায়দরাবাদি বিরিয়ানি থেকে একটু একটু ধার করে আর অনেকটাই <br> নিজের সৃষ্টিশীলতায় বানিয়ে ফেললেন কলকাতাইয়া বিরিয়ানি। গাওয়া ঘি আর রসালো সাদা-হলুদ <br> ভাতের সঙ্গে জুড়ে দিলেন সুসিদ্ধ হাল্কা ভাজা আলু আর ডিমকে। আর সেই নতুন বিরিয়ানির জাদুতে মজল ক্যালকেশিয়ানরা।

কলকাতা বিরিয়ানি: <br> ১৮৫৬ সালে কলকাতায় আসলেন ওয়াজেদ আলি শাহ। যেন সঙ্গে করে নিয়ে এলেন কলকাতার প্রাণ ভোমরাকে। <br> মুঘল আর হায়দরাবাদি বিরিয়ানি থেকে একটু একটু ধার করে আর অনেকটাই <br> নিজের সৃষ্টিশীলতায় বানিয়ে ফেললেন কলকাতাইয়া বিরিয়ানি। গাওয়া ঘি আর রসালো সাদা-হলুদ <br> ভাতের সঙ্গে জুড়ে দিলেন সুসিদ্ধ হাল্কা ভাজা আলু আর ডিমকে। আর সেই নতুন বিরিয়ানির জাদুতে মজল ক্যালকেশিয়ানরা।

০৪ ১৫
দিনদিগুল বিরিয়ানি: <br> 
চেন্নাইয়ে গেলে কিছুতেই মিস করবেন না দিনদিগুল বিরিয়ানি। কলাপাতার উপর জিরা সম্বর চাল আর ছোট <br> টুকরো করা মাংসের অপূর্ব সমাহার। সঙ্গে যোগ্য সঙ্গত করবে দই আর কাঁচা পেঁয়াজ।

দিনদিগুল বিরিয়ানি: <br> চেন্নাইয়ে গেলে কিছুতেই মিস করবেন না দিনদিগুল বিরিয়ানি। কলাপাতার উপর জিরা সম্বর চাল আর ছোট <br> টুকরো করা মাংসের অপূর্ব সমাহার। সঙ্গে যোগ্য সঙ্গত করবে দই আর কাঁচা পেঁয়াজ।

০৫ ১৫
লখনউ বিরিয়ানি: <br> 
তুলনায় একটু কম মশলাযুক্ত হয় এই বিরিয়ানি। অনেকটা অওধি বিরিয়ানির স্টাইলে রান্না হয় এটি। তবে তৈরি করতে সময় <br> লাগে অনেকটা। মাংসের স্টক দিয়ে ধীরে ধীরে সিদ্ধ করা হয় লক্ষ্ণৌ বিরিয়ানি। সময় লাগে প্রায় ঘণ্টা দু’য়েক।

লখনউ বিরিয়ানি: <br> তুলনায় একটু কম মশলাযুক্ত হয় এই বিরিয়ানি। অনেকটা অওধি বিরিয়ানির স্টাইলে রান্না হয় এটি। তবে তৈরি করতে সময় <br> লাগে অনেকটা। মাংসের স্টক দিয়ে ধীরে ধীরে সিদ্ধ করা হয় লক্ষ্ণৌ বিরিয়ানি। সময় লাগে প্রায় ঘণ্টা দু’য়েক।

০৬ ১৫
আর্কট বিরিয়ানি: <br> 
আর্কটের রাজ পরিবার থেকে এই বিরিয়ানির জন্ম। তামিলনাড়ুর ভেলোরে এই বিরিয়ানি খুবই জনপ্রিয়। সিরাগা <br> সম্বর চাল, ডালডা আর পুচাদি বলে এক ধরনের রায়তা দিয়ে তৈরি হয় এই বিরিয়ানি।

আর্কট বিরিয়ানি: <br> আর্কটের রাজ পরিবার থেকে এই বিরিয়ানির জন্ম। তামিলনাড়ুর ভেলোরে এই বিরিয়ানি খুবই জনপ্রিয়। সিরাগা <br> সম্বর চাল, ডালডা আর পুচাদি বলে এক ধরনের রায়তা দিয়ে তৈরি হয় এই বিরিয়ানি।

০৭ ১৫
মেমোনি বিরিয়ানি: <br> 
গুজরাতের সিন্ধে এই বিরিয়ানির চল বেশি। সাধারণত ভেঁড়ার মাংস, ইয়োগার্ট, ভাজা পেঁয়াজ <br> আর নানান ধরনের মশলা দিয়ে তৈরি হয় এই বিরিয়ানি।

মেমোনি বিরিয়ানি: <br> গুজরাতের সিন্ধে এই বিরিয়ানির চল বেশি। সাধারণত ভেঁড়ার মাংস, ইয়োগার্ট, ভাজা পেঁয়াজ <br> আর নানান ধরনের মশলা দিয়ে তৈরি হয় এই বিরিয়ানি।

০৮ ১৫
থালেসারি বিরিয়ানি: <br> 
মিষ্টি-নোনতা স্বাদের হয় এই বিরিয়ানি। নরম চিকেন উইঙ্গস, হালকা মশলা, কাইমা চাল, রোস্টেড কাজু, ড্রাই ফ্রুটস <br> দিয়ে তৈরি হয় এই ডিশ। মাংস আর চাল আলাদা ভাবে রান্না করে পরিবেশনের সময় মিশিয়ে দেওয়া হয়।

থালেসারি বিরিয়ানি: <br> মিষ্টি-নোনতা স্বাদের হয় এই বিরিয়ানি। নরম চিকেন উইঙ্গস, হালকা মশলা, কাইমা চাল, রোস্টেড কাজু, ড্রাই ফ্রুটস <br> দিয়ে তৈরি হয় এই ডিশ। মাংস আর চাল আলাদা ভাবে রান্না করে পরিবেশনের সময় মিশিয়ে দেওয়া হয়।

০৯ ১৫
কামপুরী বিরিয়ানি: <br> 
অসমের কামপুরের জনপ্রিয় বিরিয়ানির ডিশ এটি। এক্ষেত্রে মটরশুঁটি, গাজর, আলু, হলুদ বেল পিপার্স, স্থানীয় সবজি দিয়ে <br> মাংস রান্না করা হয়। হালকা মশলা দেওয়া হয়। এরপর সুগন্ধী চালের সঙ্গে তা মেশানো হয়।

কামপুরী বিরিয়ানি: <br> অসমের কামপুরের জনপ্রিয় বিরিয়ানির ডিশ এটি। এক্ষেত্রে মটরশুঁটি, গাজর, আলু, হলুদ বেল পিপার্স, স্থানীয় সবজি দিয়ে <br> মাংস রান্না করা হয়। হালকা মশলা দেওয়া হয়। এরপর সুগন্ধী চালের সঙ্গে তা মেশানো হয়।

১০ ১৫
তাহারি বিরিয়ানি: <br> 
একমাত্র বিরিয়ানি, যা মাংস ছাড়া রান্না হয়। মহিশূরের সিংহাসনে বসে টিপু সুলতান শাকাহারি হিন্দুদের জন্য এই নতুন ধরনের <br> বিরিয়ানির আমদানি করেন। আলু, গাজর ও অন্যান্য সবজি দিয়ে তৈরি হয় তাহারি বিরিয়ানি।

তাহারি বিরিয়ানি: <br> একমাত্র বিরিয়ানি, যা মাংস ছাড়া রান্না হয়। মহিশূরের সিংহাসনে বসে টিপু সুলতান শাকাহারি হিন্দুদের জন্য এই নতুন ধরনের <br> বিরিয়ানির আমদানি করেন। আলু, গাজর ও অন্যান্য সবজি দিয়ে তৈরি হয় তাহারি বিরিয়ানি।

১১ ১৫
বিয়ারি বিরিয়ানি: <br> 
এটি ম্যাঙ্গালুরু স্পেশাল বিরিয়ানি। তবে কর্নাটকের দক্ষিণের মুসলিম সম্প্রদায়ের মধ্যেই প্রধানত <br> জনপ্রিয়তা পেয়েছে এই বিরিয়ানি। এই ডিশটি তৈরির আগে সুগন্ধী চালে ঘি আর মশলা মাখিয়ে সারা রাত রেখে দেওয়া হয়। <br> পরের দিন মাংস বা সি ফুড দিয়ে তৈরি করা হয় বিয়ারি বিরিয়ানি।

বিয়ারি বিরিয়ানি: <br> এটি ম্যাঙ্গালুরু স্পেশাল বিরিয়ানি। তবে কর্নাটকের দক্ষিণের মুসলিম সম্প্রদায়ের মধ্যেই প্রধানত <br> জনপ্রিয়তা পেয়েছে এই বিরিয়ানি। এই ডিশটি তৈরির আগে সুগন্ধী চালে ঘি আর মশলা মাখিয়ে সারা রাত রেখে দেওয়া হয়। <br> পরের দিন মাংস বা সি ফুড দিয়ে তৈরি করা হয় বিয়ারি বিরিয়ানি।

১২ ১৫
সিন্ধি বিরিয়ানি: <br> 
একমাত্র এই বিরিয়ানিতেই সবুজ কাঁচা লঙ্কা চিরে দেওয়া হয়। আলুবখরা আর ইয়োগার্টও দেওয়া হয় সিন্ধি বিরিয়ানি তৈরিতে।

সিন্ধি বিরিয়ানি: <br> একমাত্র এই বিরিয়ানিতেই সবুজ কাঁচা লঙ্কা চিরে দেওয়া হয়। আলুবখরা আর ইয়োগার্টও দেওয়া হয় সিন্ধি বিরিয়ানি তৈরিতে।

১৩ ১৫
ভাটকালি বিরিয়ানি: <br> 
কর্নাটকের ভাটকলের স্পেশাল বিরিয়ানি এটি। ভাটকলের বিয়ের মেনুতে এই বিরিয়ানি মাস্ট। গ্রিন চিলি <br> মশলা আর পেঁয়াজ দিয়ে মাংস রান্না করে ভাঙ্গা চালের সঙ্গে মেশানো হয়।

ভাটকালি বিরিয়ানি: <br> কর্নাটকের ভাটকলের স্পেশাল বিরিয়ানি এটি। ভাটকলের বিয়ের মেনুতে এই বিরিয়ানি মাস্ট। গ্রিন চিলি <br> মশলা আর পেঁয়াজ দিয়ে মাংস রান্না করে ভাঙ্গা চালের সঙ্গে মেশানো হয়।

১৪ ১৫
বম্বে বিরিয়ানি: <br> 
অনন্য স্বাদের বম্বে বিরিয়ানিতে চিকেন-মটনের সঙ্গে থাকে ছোট করে কাটা আলুর টুকরোও।<br> হালকা মিষ্টি স্বাদের এই বিরিয়ানি খেতেও চমৎকার।

বম্বে বিরিয়ানি: <br> অনন্য স্বাদের বম্বে বিরিয়ানিতে চিকেন-মটনের সঙ্গে থাকে ছোট করে কাটা আলুর টুকরোও।<br> হালকা মিষ্টি স্বাদের এই বিরিয়ানি খেতেও চমৎকার।

১৫ ১৫
দুধ কা বিরিয়ানি: <br> 
হায়দরাবাদে বেড়াতে গেলে এই বিরিয়ানি মিস করবেন না। দুধের ক্রিম ব্যবহার করা হয় এই বিরিয়ানি তৈরিতে। সঙ্গে থাকে রোস্টেড নাটস।

দুধ কা বিরিয়ানি: <br> হায়দরাবাদে বেড়াতে গেলে এই বিরিয়ানি মিস করবেন না। দুধের ক্রিম ব্যবহার করা হয় এই বিরিয়ানি তৈরিতে। সঙ্গে থাকে রোস্টেড নাটস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE