Advertisement
১২ জানুয়ারি ২০২৬
LIfe style news

বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলি সম্বন্ধে এই তথ্যগুলি জানতেন?

বিশ্বের সবচেয়ে দামি বাড়ি! মূল্য ১০০ কোটি ডলার। হেলিপ্যাড থেকে সিনেমা হল কী নেই এই বাড়িতে! বিদেশ নয় ভারতের মধ্যেই রয়েছে বাড়িটি। কার জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ১৬:০২
Share: Save:
০১ ১৫
সিলিকন ভ্যালি এস্টেট:

৮ কোটি ৮০ লক্ষ ডলারের এই বাড়িটি রয়েছে ক্যালিফোর্নিয়ার আলতোস হিলে। প্রবাসী ভারতীয় টেকনোলজিস্ট মগুলকুমার মালাভাল্লির বাড়ি এটি। সিলিকন ভ্যালির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বাড়িটি। পাঁচটি বেডরুম, অতিথিদের জন্য আলাদা ঘর, সুইমিং পুল, রিক্ট্রাকটেবল রুফ নিয়ে এটি বিশ্বের ১৫তম দামি বাড়ি।

সিলিকন ভ্যালি এস্টেট: ৮ কোটি ৮০ লক্ষ ডলারের এই বাড়িটি রয়েছে ক্যালিফোর্নিয়ার আলতোস হিলে। প্রবাসী ভারতীয় টেকনোলজিস্ট মগুলকুমার মালাভাল্লির বাড়ি এটি। সিলিকন ভ্যালির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বাড়িটি। পাঁচটি বেডরুম, অতিথিদের জন্য আলাদা ঘর, সুইমিং পুল, রিক্ট্রাকটেবল রুফ নিয়ে এটি বিশ্বের ১৫তম দামি বাড়ি।

০২ ১৫
ব্রুকলিন এস্টেট:

মূল্য ৯ কোটি ডলার। বস্টন থেকে দক্ষিণ-পশ্চিমে ৫ মাইল গেলেই দেখা মিলবে সুবিশাল এই অট্টালিকার। ২৬ হাজার ৬২৩ ফুটের এই অট্টালিকার মালিক রিবকের প্রাক্তন সিইও পল ফায়ারম্যান। বাড়িটিতে ৮টি বেডরুম এবং ১২টি বাথরুম রয়েছে। বাড়ির মধ্যেই রয়েছে কান্ট্রি ক্লাব এবং গল‌্ফ কোর্সও। বিশ্বের ১৪তম দামি বাড়ি এটি।

ব্রুকলিন এস্টেট: মূল্য ৯ কোটি ডলার। বস্টন থেকে দক্ষিণ-পশ্চিমে ৫ মাইল গেলেই দেখা মিলবে সুবিশাল এই অট্টালিকার। ২৬ হাজার ৬২৩ ফুটের এই অট্টালিকার মালিক রিবকের প্রাক্তন সিইও পল ফায়ারম্যান। বাড়িটিতে ৮টি বেডরুম এবং ১২টি বাথরুম রয়েছে। বাড়ির মধ্যেই রয়েছে কান্ট্রি ক্লাব এবং গল‌্ফ কোর্সও। বিশ্বের ১৪তম দামি বাড়ি এটি।

০৩ ১৫
পাম্পকিং কি:

বাড়িটির মূল্য ৯ কোটি ৫০ লক্ষ ডলার। ফ্লোরিডার কি লার্গোয় রয়েছে বাড়িটি। একটি দ্বীপের মধ্যে তৈরি করা হয়েছে বাড়িটি। ২৬ একর জমির উপর তৈরি এই অট্টালিকায় টেনিস কোর্ট এবং হেলিপ্যাডও রয়েছে। বিশ্বের ১৩তম দামি বাড়ি এটি।

পাম্পকিং কি: বাড়িটির মূল্য ৯ কোটি ৫০ লক্ষ ডলার। ফ্লোরিডার কি লার্গোয় রয়েছে বাড়িটি। একটি দ্বীপের মধ্যে তৈরি করা হয়েছে বাড়িটি। ২৬ একর জমির উপর তৈরি এই অট্টালিকায় টেনিস কোর্ট এবং হেলিপ্যাডও রয়েছে। বিশ্বের ১৩তম দামি বাড়ি এটি।

০৪ ১৫
ফিফ‌্থ অ্যাভিনিউ ডুপ্লে:

বিশ্বের ১২তম এবং নিউ ইয়র্কের সবচেয়ে দামি বাড়ি এটি। সব মিলিয়ে ২০টি ঘর রয়েছে বাড়িটিতে।

ফিফ‌্থ অ্যাভিনিউ ডুপ্লে: বিশ্বের ১২তম এবং নিউ ইয়র্কের সবচেয়ে দামি বাড়ি এটি। সব মিলিয়ে ২০টি ঘর রয়েছে বাড়িটিতে।

০৫ ১৫
লাস ভারাস এবং এডওয়ার্ডস র‌্যাঞ্চের বাড়ি:

ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার কাছে ২৪০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই বাড়িটি। পুরোটাই বানানো হয়েছে পুরনো বাড়ির আদলে। বাড়িটির মূল্য ১০ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্বের ১১তম দামি বাড়ি এটি।

লাস ভারাস এবং এডওয়ার্ডস র‌্যাঞ্চের বাড়ি: ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার কাছে ২৪০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই বাড়িটি। পুরোটাই বানানো হয়েছে পুরনো বাড়ির আদলে। বাড়িটির মূল্য ১০ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্বের ১১তম দামি বাড়ি এটি।

০৬ ১৫
র‌্যাঞ্চো সান কার্লোস:

বিশ্বের দশম দামি বাড়িটির মূল্য ১২ কোটি ৫০ লক্ষ ডলার। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে অবস্থিত বাড়িটি। ১৯৩১ সালে রেডিনাল্ড জনসন বাড়িটির নকশা করেন। মূল বাড়ি ছাড়াও ২৩৭ একর জমির উপর অতিরিক্ত ১০টি কটেজ রয়েছে।

র‌্যাঞ্চো সান কার্লোস: বিশ্বের দশম দামি বাড়িটির মূল্য ১২ কোটি ৫০ লক্ষ ডলার। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে অবস্থিত বাড়িটি। ১৯৩১ সালে রেডিনাল্ড জনসন বাড়িটির নকশা করেন। মূল বাড়ি ছাড়াও ২৩৭ একর জমির উপর অতিরিক্ত ১০টি কটেজ রয়েছে।

০৭ ১৫
দানি থমাস এস্টেট:

লস অ্যাঞ্জেলসে এক পাহাড়ের চূড়ায় রয়েছে বাড়িটি। মূল্য ১৩ কোটি ৫০ লক্ষ ডলার। ৭ বেডরুম নিয়ে বাড়িটি বিশ্বের নবম দামি বাড়ি এটি।

দানি থমাস এস্টেট: লস অ্যাঞ্জেলসে এক পাহাড়ের চূড়ায় রয়েছে বাড়িটি। মূল্য ১৩ কোটি ৫০ লক্ষ ডলার। ৭ বেডরুম নিয়ে বাড়িটি বিশ্বের নবম দামি বাড়ি এটি।

০৮ ১৫
পালমেটো:

১৯৩০ সালে ইতালিয়ার ফ্লোরিডার পাম বিচে তৈরি করা হয় এই বাড়িটি। ৬০ হাজার বর্গ ফুটের উপরে ১০টি বেডরুম, দু’টো এলিভেটর এবং ৫০টি বৈঠকখানা রয়েছে বাড়িটিতে। বাড়িটির মূল্য ১৩ কোটি ৭০ লক্ষ ডলার। বিশ্বের অষ্টম দামি বাড়ি এটি।

পালমেটো: ১৯৩০ সালে ইতালিয়ার ফ্লোরিডার পাম বিচে তৈরি করা হয় এই বাড়িটি। ৬০ হাজার বর্গ ফুটের উপরে ১০টি বেডরুম, দু’টো এলিভেটর এবং ৫০টি বৈঠকখানা রয়েছে বাড়িটিতে। বাড়িটির মূল্য ১৩ কোটি ৭০ লক্ষ ডলার। বিশ্বের অষ্টম দামি বাড়ি এটি।

০৯ ১৫
ব্রিয়ার প্যাচ:

নিউ ইয়র্ক হ্যাম্পটন‌্স-এ অবস্থিত। মূল্য ১৪ কোটি ডলার। টেনিস কোর্ট, পুল, ব্যক্তিগত পুকুর, সাড়ে তিন হাজার বর্গ ফুটের উপরে গড়ে তোলা হয়েছে গেস্টহাউস। বিশ্বের সপ্তম দামি বাড়ি।

ব্রিয়ার প্যাচ: নিউ ইয়র্ক হ্যাম্পটন‌্স-এ অবস্থিত। মূল্য ১৪ কোটি ডলার। টেনিস কোর্ট, পুল, ব্যক্তিগত পুকুর, সাড়ে তিন হাজার বর্গ ফুটের উপরে গড়ে তোলা হয়েছে গেস্টহাউস। বিশ্বের সপ্তম দামি বাড়ি।

১০ ১৫
মানালাপান মেগাম্যানসন:

ফ্লোরিডার লান্টানায় ১৬ একর জমির উপর রয়েছে বাড়িটি। ৩৩টি বেডরুম, ৪৭টি বাথরুম, ১৫০০-র বেশি গাছ নিয়ে বিশ্বমানের বোটানিক গার্ডেনও রয়েছে এই বাড়িতে। রয়েছে গল‌্ফ কোর্স, টেনিস কোর্ট, হাফ বাস্কেটবল কোর্ট, প্লে গ্রাউন্ড এবং মিনি গল‌্ফ কোর্স। সঙ্গে একটি অতি সুন্দর ট্রি-হাউসও রয়েছে। বিশ্বের ষষ্ঠ দামি এই বাড়িটির মূল্য ১৯ কোটি ৫০ লক্ষ ডলার।

মানালাপান মেগাম্যানসন: ফ্লোরিডার লান্টানায় ১৬ একর জমির উপর রয়েছে বাড়িটি। ৩৩টি বেডরুম, ৪৭টি বাথরুম, ১৫০০-র বেশি গাছ নিয়ে বিশ্বমানের বোটানিক গার্ডেনও রয়েছে এই বাড়িতে। রয়েছে গল‌্ফ কোর্স, টেনিস কোর্ট, হাফ বাস্কেটবল কোর্ট, প্লে গ্রাউন্ড এবং মিনি গল‌্ফ কোর্স। সঙ্গে একটি অতি সুন্দর ট্রি-হাউসও রয়েছে। বিশ্বের ষষ্ঠ দামি এই বাড়িটির মূল্য ১৯ কোটি ৫০ লক্ষ ডলার।

১১ ১৫
ইলিসন এস্টেট:

ক্যালিফোর্নিয়ার উডসাইডের এই এস্টেটের মালিক আমেরিকান শিল্পপতি লারা এলিসন। ২০০৪ সালে জাপানি স্থাপত্যশৈলীতে এই বাড়ি বানিয়েছিলেন ইলিসন। মোট ১০টি বিল্ডিং, পুকুর, ট্রি-হাউস নিয়ে তৈরি ইলিসন এস্টেটের দাম ২০ কোটি ডলার। পঞ্চম দামি বাড়ি এই ইলিসন এস্টেট।

ইলিসন এস্টেট: ক্যালিফোর্নিয়ার উডসাইডের এই এস্টেটের মালিক আমেরিকান শিল্পপতি লারা এলিসন। ২০০৪ সালে জাপানি স্থাপত্যশৈলীতে এই বাড়ি বানিয়েছিলেন ইলিসন। মোট ১০টি বিল্ডিং, পুকুর, ট্রি-হাউস নিয়ে তৈরি ইলিসন এস্টেটের দাম ২০ কোটি ডলার। পঞ্চম দামি বাড়ি এই ইলিসন এস্টেট।

১২ ১৫
কেনসিঙ্গটন প্যালেস গার্ডেনে রোমান আব্রামোভিচের প্যালেস:

রাশিয়ান শিল্পপতি রোমান আব্রামোভিচের এই প্রাসাদের মূল্য ১৪ কোটি ডলার। চতুর্থ দামি লন্ডনের বিলিওনিয়র রো স্ট্রিটের এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে গোটা একটি মিউজিয়ম রয়েছে। রয়েছে টেনিস কোর্ট এবং হেল্থ সেন্টারও।

কেনসিঙ্গটন প্যালেস গার্ডেনে রোমান আব্রামোভিচের প্যালেস: রাশিয়ান শিল্পপতি রোমান আব্রামোভিচের এই প্রাসাদের মূল্য ১৪ কোটি ডলার। চতুর্থ দামি লন্ডনের বিলিওনিয়র রো স্ট্রিটের এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে গোটা একটি মিউজিয়ম রয়েছে। রয়েছে টেনিস কোর্ট এবং হেল্থ সেন্টারও।

১৩ ১৫
রুটল্যান্ড গেট ম্যানসন:

লন্ডনের হাইড পার্কের কাছেই রয়েছে এই বাড়ি। রয়েছে ১৪টি বেডরুম, একটি বিশাল সুইমিং পুল এবং বেসমেন্ট পার্কিং। বাড়িটিতে রয়েছে কিছু সোনার আসবাবও। বিশ্বের তৃতীয় দামি এই বাড়িটির মূল্য ৪৩ কোটি ৬০ লক্ষ ডলার।

রুটল্যান্ড গেট ম্যানসন: লন্ডনের হাইড পার্কের কাছেই রয়েছে এই বাড়ি। রয়েছে ১৪টি বেডরুম, একটি বিশাল সুইমিং পুল এবং বেসমেন্ট পার্কিং। বাড়িটিতে রয়েছে কিছু সোনার আসবাবও। বিশ্বের তৃতীয় দামি এই বাড়িটির মূল্য ৪৩ কোটি ৬০ লক্ষ ডলার।

১৪ ১৫
ভিলা লিওপল্ডা:

ফ্রান্সের ভিলে ফ্রাঞ্চে-সুর-মের রয়েছে বাড়িটি। এক সময়ে বাড়িটি বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ডের ছিল। বাড়িটির মূল্য ৭৫ কোটি ডলার। বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি এটি।

ভিলা লিওপল্ডা: ফ্রান্সের ভিলে ফ্রাঞ্চে-সুর-মের রয়েছে বাড়িটি। এক সময়ে বাড়িটি বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ডের ছিল। বাড়িটির মূল্য ৭৫ কোটি ডলার। বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি এটি।

১৫ ১৫
আন্টিলা:

১০০ কোটি ডলারের আন্টিলা প্রাসাদের চেয়ে কোনও অংশে কম নয়। ২৭ তলার আন্টিলা মালিক ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি। অসাধারণ ডিজাইনের এই বাড়িতে রয়েছে ছ’টি পার্কিং লট,  যেখানে ১৬৮টি গাড়ি এক সঙ্গে পার্ক করা যায়, তিনটি হেলিপ্যাড, সিনেমা হল, বলরুম, স্নো রুম এবং আইসক্রিম রুম। আট রিখটার স্কেল পর্যন্ত ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে আন্টিলার। দক্ষিণ মুম্বইয়ে মুকেশ আম্বানির এই বাড়িই বিশ্বের সবচেয়ে দামি।

আন্টিলা: ১০০ কোটি ডলারের আন্টিলা প্রাসাদের চেয়ে কোনও অংশে কম নয়। ২৭ তলার আন্টিলা মালিক ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি। অসাধারণ ডিজাইনের এই বাড়িতে রয়েছে ছ’টি পার্কিং লট,  যেখানে ১৬৮টি গাড়ি এক সঙ্গে পার্ক করা যায়, তিনটি হেলিপ্যাড, সিনেমা হল, বলরুম, স্নো রুম এবং আইসক্রিম রুম। আট রিখটার স্কেল পর্যন্ত ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে আন্টিলার। দক্ষিণ মুম্বইয়ে মুকেশ আম্বানির এই বাড়িই বিশ্বের সবচেয়ে দামি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy