Advertisement
১৩ জানুয়ারি ২০২৬
amazing facts

অবাক করা এমন বিচিত্র তথ্যগুলো জানতেন?

চার পাশে ছড়িয়ে আছে এমন কিছু মজার তথ্য, যার অনেকটাই অজানা। দেখুন তো, জানতেন এ সব?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ১৯:৩৯
Share: Save:
০১ ০৮
এই দুনিয়ায় বিচিত্র কত কী-ই না আছে! চার পাশে ছড়িয়ে আছে এমন কিছু মজার তথ্য, যার অনেকটাই অজানা। অথচ, বিজ্ঞান স্বীকৃত। এমন কয়েকটি তথ্যের চমক রইল আপনার জন্য। দেখুন তো, জানতেন এ সব?

এই দুনিয়ায় বিচিত্র কত কী-ই না আছে! চার পাশে ছড়িয়ে আছে এমন কিছু মজার তথ্য, যার অনেকটাই অজানা। অথচ, বিজ্ঞান স্বীকৃত। এমন কয়েকটি তথ্যের চমক রইল আপনার জন্য। দেখুন তো, জানতেন এ সব?

০২ ০৮
লাফালাফিতে না: জিরাফ যেমন মুখে কোনও আওয়াজ করতে পারে না, তেমন জানতেন কি, পৃথিবীর একমাত্র প্রাণী হাতি, যে কি না ইচ্ছে করলেও লাফাতে পারে না একটুও। সামনের দু’পা উঁচু করে রাগ প্রকাশ করতে তাকে দেখা গিয়েছে বটে, কিন্তু লাফানো? নো, নেভার!

লাফালাফিতে না: জিরাফ যেমন মুখে কোনও আওয়াজ করতে পারে না, তেমন জানতেন কি, পৃথিবীর একমাত্র প্রাণী হাতি, যে কি না ইচ্ছে করলেও লাফাতে পারে না একটুও। সামনের দু’পা উঁচু করে রাগ প্রকাশ করতে তাকে দেখা গিয়েছে বটে, কিন্তু লাফানো? নো, নেভার!

০৩ ০৮
হৃদ্স্পন্দন বন্ধ: আপনি হাঁচলে মা-ঠাকুমারা পিঠে আলতো হাতের চাপ দিয়ে বলেন, ‘ষাট-ষাট।’ চিকিৎসকদের দাবি, হাঁচির সময় মানুষের হৃদ্‌স্পন্দন বন্ধ হয়ে যায় কয়েক মিলিসেকেন্ডের জন্য। সেই সময় হৃদপিণ্ডকে সচল রাখার জন্যই অমনটা করা হয়। তা বলে তাঁরা যে এমনটা জেনেবুঝেই করেন তা নয়। তাঁরা করেন অনেকটাই স্নেহের বশে। ছবি: শাটারস্টক।

হৃদ্স্পন্দন বন্ধ: আপনি হাঁচলে মা-ঠাকুমারা পিঠে আলতো হাতের চাপ দিয়ে বলেন, ‘ষাট-ষাট।’ চিকিৎসকদের দাবি, হাঁচির সময় মানুষের হৃদ্‌স্পন্দন বন্ধ হয়ে যায় কয়েক মিলিসেকেন্ডের জন্য। সেই সময় হৃদপিণ্ডকে সচল রাখার জন্যই অমনটা করা হয়। তা বলে তাঁরা যে এমনটা জেনেবুঝেই করেন তা নয়। তাঁরা করেন অনেকটাই স্নেহের বশে। ছবি: শাটারস্টক।

০৪ ০৮
আগমার্কা: প্রতি মানুষের আঙুলের ছাপ আলাদা। সে তো সকলেই জানি, কিন্তু জানতেন কি, আঙুলের ছাপের মতোই প্রতি মানুষের স্বাদকোরকও (টেস্ট বাড) সম্পূর্ণ আলাদা। অর্থাৎ, যত জন মানুষ পৃথিবীতে, স্বাদকোরকে স্বাদ বোঝার ক্ষমতাও তত রকম।

আগমার্কা: প্রতি মানুষের আঙুলের ছাপ আলাদা। সে তো সকলেই জানি, কিন্তু জানতেন কি, আঙুলের ছাপের মতোই প্রতি মানুষের স্বাদকোরকও (টেস্ট বাড) সম্পূর্ণ আলাদা। অর্থাৎ, যত জন মানুষ পৃথিবীতে, স্বাদকোরকে স্বাদ বোঝার ক্ষমতাও তত রকম।

০৫ ০৮
এ ভাবে আত্মহত্যা সম্ভব নয়: নিজের ইচ্ছেয় শ্বাস চেপে রাখলেও মৃত্যু অসম্ভব। আজ্ঞে হ্যাঁ। ঠিকই পড়ছেন। চিকিৎসাবিজ্ঞান বলছে, জোর করে শ্বাস বন্ধ করে রাখলে একটা সময়ের পর আর তা আপনার ইচ্ছাধীন থাকবে না। নির্দিষ্ট সময়ের পর শারীরবৃত্তীয় কারণেই চেপে রাখা শ্বাস ছাড়তে বাধ্য হবেন। ছবি: শাটারস্টক।

এ ভাবে আত্মহত্যা সম্ভব নয়: নিজের ইচ্ছেয় শ্বাস চেপে রাখলেও মৃত্যু অসম্ভব। আজ্ঞে হ্যাঁ। ঠিকই পড়ছেন। চিকিৎসাবিজ্ঞান বলছে, জোর করে শ্বাস বন্ধ করে রাখলে একটা সময়ের পর আর তা আপনার ইচ্ছাধীন থাকবে না। নির্দিষ্ট সময়ের পর শারীরবৃত্তীয় কারণেই চেপে রাখা শ্বাস ছাড়তে বাধ্য হবেন। ছবি: শাটারস্টক।

০৬ ০৮
নেমসেক: সারা বিশ্বে সবচেয়ে প্রচলিত নাম কোনটা জানেন?  ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, পৃথিবীতে সর্বাধিক রেজিস্টার্ড নাম ‘মহম্মদ’। এর পরেই ঠাঁই পেয়েছে ‘অলিভার’।

নেমসেক: সারা বিশ্বে সবচেয়ে প্রচলিত নাম কোনটা জানেন? ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, পৃথিবীতে সর্বাধিক রেজিস্টার্ড নাম ‘মহম্মদ’। এর পরেই ঠাঁই পেয়েছে ‘অলিভার’।

০৭ ০৮
বিচিত্র গুণফল: অঙ্কের নানা মজা আছে। তেমনই এক মজার অঙ্ক সাতটি একের সঙ্গে সাতটি একের গুণফল। ১১১১১১১ x ১১১১১১১ = ১২৩৪৫৬৭৮৯,৯৮৭৬৫৪৩২১ এ ভাবেই এক থেকে নয় প্রতিটি সংখ্যা ঘুরে আসে এই গুণফলে। ক্যালকুলেটরে হিসেব কষে দেখুন!

বিচিত্র গুণফল: অঙ্কের নানা মজা আছে। তেমনই এক মজার অঙ্ক সাতটি একের সঙ্গে সাতটি একের গুণফল। ১১১১১১১ x ১১১১১১১ = ১২৩৪৫৬৭৮৯,৯৮৭৬৫৪৩২১ এ ভাবেই এক থেকে নয় প্রতিটি সংখ্যা ঘুরে আসে এই গুণফলে। ক্যালকুলেটরে হিসেব কষে দেখুন!

০৮ ০৮
শব্দের খেলা: শব্দ নিয়েও আমাদের পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। দেখা গিয়েছে, কম্পিউটার কি বোর্ডে এক সারিতে থাকা অক্ষর দিয়ে তৈরি বৃহত্তম শব্দ ‘TYPEWRITER’.  আবার ইংরেজিতে পাঁচটি স্বরধ্বনি (VOWELS) সমৃদ্ধ শব্দের সংখ্যা মাত্র দু’টি। ‘ABSTEMIOUS’  আর  ‘FACETIOUS’। আবার ‘RHYTHM’-ই হল সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে কোনও স্বরধ্বনি নেই।

শব্দের খেলা: শব্দ নিয়েও আমাদের পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। দেখা গিয়েছে, কম্পিউটার কি বোর্ডে এক সারিতে থাকা অক্ষর দিয়ে তৈরি বৃহত্তম শব্দ ‘TYPEWRITER’. আবার ইংরেজিতে পাঁচটি স্বরধ্বনি (VOWELS) সমৃদ্ধ শব্দের সংখ্যা মাত্র দু’টি। ‘ABSTEMIOUS’ আর ‘FACETIOUS’। আবার ‘RHYTHM’-ই হল সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে কোনও স্বরধ্বনি নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy