Advertisement
১১ নভেম্বর ২০২৪

চক্ষু পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন

চোখের পরীক্ষা এবং অস্ত্রোপচার কেন্দ্রের উদ্বোধন হল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। উদ্যোক্তা চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই কেন্দ্রে চোখ পরীক্ষার পাশাপাশি দুঃস্থদের জন্য কম খরচে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকছে।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০২:১৯
Share: Save:

চোখের পরীক্ষা এবং অস্ত্রোপচার কেন্দ্রের উদ্বোধন হল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। উদ্যোক্তা চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই কেন্দ্রে চোখ পরীক্ষার পাশাপাশি দুঃস্থদের জন্য কম খরচে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকছে।

এই কেন্দ্রটি গড়ে তোলার পিছনে যাঁর ভূমিকার কথা জানাচ্ছেন সপ্তর্ষীবাবু, তিনি হলেন বসিরহাট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সুভাষ কুণ্ডু। বসিরহাটের মির্জাপুর টাকিরোডের ধারে তাঁর বাড়ি। চোখের চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেছেন তিনিই। সারা জীবন বহু ছাত্র পড়িয়েছেন বিনা খরচে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য নিজের বাড়িতেই গড়ে তুলেছিলেন পদার্থবিদ্যার গবেষণাগার। নিজের স্কুলে গবেষণাগার তৈরির জন্যও অবসরকালীন টাকা থেকে দান করেছেন মাস্টারমশাই। সেই সুভাষবাবুরই প্রাক্তন ছাত্র সপ্তর্ষী। কর্মজীবন তাঁর অনুপ্রেরণা, জানালেন সপ্তর্ষীবাবু।

বৃদ্ধ সুভাষবাবুর কথায়, ‘‘মনে হচ্ছে, পড়িয়ে কখনও টাকা না নিয়ে কোনও ভুল করিনি।’’

অন্য বিষয়গুলি:

eye treatment centre basirhat eye treatment centre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE